Friday - January 24, 2025 12:34 AM

Recent News

নিউইয়র্ক প্রবাসী নুরুজ্জামান চৌধুরী শাহীর ইন্তেকাল, কমিউনিটির শোক

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি নেতা, সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ উন্নয়ন সমিতির প্রধান উপদেষ্টা নুরুজ্জামান চৌধুরী শাহী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৭ জানুয়ারি শুক্রবার দুপুর আড়াইটার দিকে তিনি লং আইল্যান্ডের গুড সামারিটান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুজ্জামান চৌধুরী শাহী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধী ক্যান্সারসহ নানা জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ দুই সপ্তাহ আগে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তিনি কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন।
তাঁর প্রথম নামাজে জানাজা ১৮ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় ইসলামিক সেন্টার অব ডিয়ার পার্কর এবং দ্বিতীয় জানাজা বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়।
নুরুজ্জামান চৌধুরী শাহী ১৯৮২ সাল থেকে নিউইয়র্কে বসবাস করেন। তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএর সাবেক সভাপতি ছিলেন।
এদিকে নুরুজ্জামান চৌধুরী শাহীর মৃত্যুতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মকর মাগফেরাত কামনা করেছেন। শোক জ্ঞাপনকারীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সুনামগঞ্জ জেলা সমাজকল্যাণ সমিতি ইউএসএর সভাপতি মারুফ চৌধুরী, সাধারণ সম্পাদক অপু চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিক, সাধারণ সম্পাদক শাহীন আজমল, সংগঠক মঈনুল হক চৌধুরী হেলাল, প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক সাংবাদিক রহমান মাহবুব প্রমুখ।

0Shares