নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক’র অভিষেক, বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ’র শুভেচ্ছা
জলি আহমেদ: নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২৫-২৬ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত উডসাইডের গুলশান টেরেসের হলরুমে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে নবনির্বাচিত কার্যকরী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ। নরসিংদী জেলা সমিতির এই আয়োজনে প্রবাসী নরসিংদীবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে একটি উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত করে।
তবে অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ এর সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ, জয়নাল আবেদীন ও কার্যকরী সদস্য আশরাফ ভূইয়া। শুভেচ্ছা বক্তব্যে সভাপতি শামীম হাসান বলেন, ‘আপনাদের সকলের উপস্থিতিতে বৈরী আবহাওয়ার মধ্যেও অভিষেক অনুষ্ঠানটি সার্থক হয়েছে। সকলকে বাংলাদেশ অ্যাসেম্বলি অফ ইউএসএ ও আমার পক্ষ থেকে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর কার্যকরী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার প্রবাস জীবনের প্রায় দুই যুগে নরসিংদীর প্রবাসীদের ব্যবহারে আমি মুগ্ধ। নতুন দায়িত্বভার নেয়া কমিটির সকলে সুন্দর, স্বচ্ছ, সততার সাথে তাদের সময়কাল সম্পন্ন করবেন এটাই প্রত্যাশা।
চারটি পর্বে বিভক্ত অভিষেক অনুষ্ঠানের প্রথমাংশে বিদায়ী কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা প্রকাশের পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি শামীম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন যে, সমিতির সকল কার্যক্রম প্রবাসীদের স্বার্থে পরিচালিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক এর সাবেক সভাপতি ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন হোসেন হাওলাদার, আতাহার ইসলাম শোকা, বি.এম. মুজিব, ডঃ মোশাররফ হোসেন, মোঃ আব্দুল মিজান, কাজল হোসেন এবং মামুন খান।
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর ২০২৫-২৬ কার্যকরী পরিষদের এই আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এ খালেক। এসময় নবনির্বাচিত কার্যকরী পরিষদের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সোনিয়ার সঞ্চালনা এবং কণ্ঠশিল্পী প্রতীক হাসানের সুরেলা পরিবেশনা পুরো অনুষ্ঠানের আকর্ষণ বাড়িয়ে তোলে। দর্শকদের উচ্ছ্বাসপূর্ণ প্রতিক্রিয়া এবং সরব উপস্থিতি পুরো সন্ধ্যাকে স্মরণীয় করে তোলে।
নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনক-এর অভিষেক অনুষ্ঠান এবং ইউএসএ অ্যাসেম্বলি অফ বাংলাদেশ-এর শুভেচ্ছা বার্তা প্রমাণ করেছে যে, প্রবাসী বাংলাদেশিরা একে অপরের পাশে থেকে তাদের ঐক্য ও উন্নয়ন অব্যাহত রাখছে।