Tuesday - February 11, 2025 12:59 AM

Recent News

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন: অ্যাওয়ার্ড প্রদানসহ বর্ণিল আয়োজন (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ইয়াঙ্কার্সের নেহা প্যালেস পার্টি হলে গত ৩১ জানুয়ারী সন্ধ্যায় আয়োজিত এ উৎসবে কমিউনিটির উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন শ্রেণী-পেশার বাংলাদেশী-আমেরিকানদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ আয়োজনে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ছিলো আকর্ষণীয় ফ্রি র‌্যাফেল ড্রও।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং ট্রাস্টি বোর্ড মেম্বার হারুন আলী, ভাইস প্রেসিডেন্ট নজরুল হক ও সেক্রেটারী জেনারেল আবদুল গাফফার চৌধুরী খসরুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন মার্কিন কংগ্রেসম্যান ১৬তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট (সমন্বয়কারী: আলেক্সান্দ্রা থেরিয়াল্ট) শেলি মেয়ার, নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, জর্জ লাটিমার, ৩৭তম ডিস্ট্রিক্ট (সমন্বয়কারী: সোফিয়া বেরি) নাদার সাইয়েঘ, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ৯০তম ডিস্ট্রিক্ট কেন জেনকিন্স, ওয়েস্টচেস্টার কাউন্টি এক্সিকিউটিভ (সমন্বয়কারী: ডায়ানা টলেডো) করাজন পিনেডা-আইজাক, ইয়ঙ্কার্স সিটি কাউন্সিল মেম্বার ২য় ডিস্ট্রিক্ট তাশা ডিয়াজ, ইয়ঙ্কার্স সিটি কাউন্সিল মেম্বার ৩য় ডিস্ট্রিক্ট ভেরিস শাকো, অ্যাটর্নি এইচ ব্রুশ ফিশার প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিটেক্টিব মাসুদ রহমান, আহাদ আলী সিপিএ, ক্যালেকা’স অটো রিপেয়ার অ্যান্ড বডি শপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও জুলফিজার আকতার জুয়েল, জোসেফ সাইয়েঘ, মেডিক্যাল ছাত্র কাটোরি ওয়াকার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মৌরা রেইলি লাইট, ইভেন্ট সাপোর্টসি মিশেল শিভার্স প্রমুখ।
যুক্তরাষ্ট্রে মূলধারার অন্যতম সহযোগি সংগঠন বিএসিসি কমিউনিটিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালনের জন্য বেশ ক’জনকে ‘বিএসিসি কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করে।
এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিকসহ বেশ ক’জনকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র পর্ব।
অনুষ্ঠানে অতিথি ও অ্যাওয়ার্ডীরা ছাড়াও মূলধারার রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। অ্যাওয়ার্ড প্রদানের জন্য তারা আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।
নতুন প্রজন্ম সহ বিভিন্ন ভাষা-ভাষী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলন মেলায়।
প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা মাতিয়ে রাখে হল ভর্তি দর্শক শ্রোতাদের। শিল্পী তানভীর শাহীনসহ অন্যান্যরা সঙ্গীত পরিবেশন করেন। নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটে বসবাসকারী বাঙালিরাও যোগ দেন এ জমজমাট আয়োজনে।
কমিউনিটি ও মূলধারায় সংগঠনটির অনবদ্য ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা জমজমাট এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র সভাপতি মোহাম্মদ এন মজুমদার এবং সাধারণ সম্পাদক আবদুল গাফফার চৌধুরী খসরু এ উৎসবে সংগঠনের নানা কার্যক্রম তুলে ধরেন। সব সময় তাদের সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশিদের বিশেষ ধন্যবাদ জানান তারা।
সভাপতি মোহাম্মদ এন মজুমদার প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের সমন্বয়ে কমিউনিটির মূলধারায় ভূমিকা জোরদারে তাদের পথচলা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, কমিউনিটির নানা ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বপরূপ বিভিন্ন ব্যক্তিদের পুরস্কার ও সম্মাননা প্রদান করতে পেরে আমরা গর্বিত।

4Shares