Friday - March 14, 2025 1:02 AM

Recent News

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল। গত ১২ মার্চ বুধবার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশাহ ও মূলধারার রাজনীতিবিদ আব্দুস সহিদ। ধর্মীয় আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম ও কাজী তোফায়েল ইসলাম, তথ্য ও গবেষনা সম্পাদক সেলিম রেজা, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জাহানারা আহমদ (লক্ষ্মী), শ্রম ও পেশাজীবী সম্পাদক আবুল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ারা বেগম (মনি), কেন্দ্রীয় সমন্বয় সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, নির্বাহী সদস্য ও প্রাক্তণ সিনিয়র সহ সভাপতি বিজয় সাহা, প্রাক্তণ নির্বাহী সদস্য সোহান আহমদ টুটুল, নির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ দাউদ, গণেশ ভৌমিক, সুমিত্রা সেন, ইফফাত আরা নীভা ও রুহুন নেছা, জয়নাল উদ্দিন লায়েক, শেখ জামাল হোসেন, রেজা আব্দুল্লাহ, নুরুল ইসলাম মিলন, শাহিন কামালী, তজমুল হোসেন, সৈয়দ রুহুল আলী ও শেখ শফিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, বীরমুক্তিযোদ্ধা জাহানগীর আলম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদার, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নারী নেত্রী মেহের চৌধুরী, কবি জুলি রহমান, কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আখন্দ, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, কমিউনিটি এ্যাকটিভিষ্ট সাখাওয়াত আলী, অধ্যক্ষ সানা উল্লাহ, এইচ এম ইকবাল, কফিল চৌধুরী, আব্দুর রউফ পাশা, নুরে আলম জিকু, শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মিয়া মো. আলতাফ হোসেন, আবদুর রহমান, শ্যামল কান্তি চন্দ, জামাল আহমেদ, আল মামুন সরকার, আবুল হোসেন, স্বপন মাস্টার সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা. মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে যোগদানের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

13Shares