Sunday - March 16, 2025 3:33 AM

Recent News

নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার পার্টি, শান্তিু কামনায় দোয়া (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার পার্টি গত ১১ মার্চ উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পার্টিতে মূলধারা এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে রমজানের মুসলিমদের করণীয়ের উপর বিশেষ আলোচনা এবং উম্মার শান্তিু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আসেফ বারী টুটুল, আহসান হাবীব, বর্তমান সেক্রেটারি লায়ন জেএফএম রাসেল। আরো উপস্থিত ছিলেন লায়ন রানো নেওয়াজ, শাহ শহীদুল হক, আবদুর রশীদ বাবু, নূরুল আজীম, কাজী আজম, হাসান জিলানী, মাসুদ রানা তপন, এম এন হায়দার মুকুট, মশিউর রহমান মজুমদার, সরওয়ার খান বাবু, নওশাদ হোসেন, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, এস এম উদ্দিন পিন্টু, মনীর হোসেন, অনিক রাজ, এস এম আলম, মো. আকন্দ, সাইফুল ইসলাম, এ এফ এম জামান, মো. ডালিম, হোসেন সোহরোওয়ার্দী, তারেক, সিজার, বদরুদ্দোজা সাগর, তরিকুল ইসলাম মিঠু, ফুটবলার দারা আবু জোবারেয়র, প্রধান নির্বাচন কমিশনার লায়ন মোহাম্মদ সাঈদ, পাস্ট প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব প্রমুখ।

22Shares