নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমার দুই কৃতি সন্তান সহিদ আহমদ চৌধুরী ও আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট দক্ষিণ সুরমার দুই কৃতি সন্তান বিশিষ্ট সমাজ কর্মী রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল এর সম্মানে মিট অ্যান্ড গ্রীট অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ শে এপ্রিল রোববার রাতে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে যুক্তরাষ্ট্র প্রবাসী দক্ষিণ সুরমারবাসী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট মাসুম ট্রাভেলসের সত্ত্বাধীকারী দক্ষিণসুরমার প্রবীণ মুরুব্বি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নোমান আহমদ ও মারুফ রশীদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল ফেরদাউস মসজিদের মোয়াজ্জিন মানিক আল মুবিন। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট সাহেদ আহমদ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মোঃ মারুফুর রশীদ, আজাদুল ইসলাম আলমগির ও সাবের আহমদ। অনুষ্ঠানে অতিথিদের দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন কমিউনিটি এক্টিভিস্ট বিলাল ইসলাম ও মোসতাকুর রহমান চৌধুরী লিটন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি খালেকুজ্জামান চৌধুরী মানিক, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নেছারুল হক চৌধুরী বুসতান, বাংলাদেশ সোসাইটি অব আমেরিকার সাবেক সহ-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি ময়নল হক চৌধুরী হেলাল, সিলেট সদর এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ ইয়ামীন চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট ওলিউর রহমান তুরণ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সহ সভাপতি শামিম আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক রুকন হাকীম, জালালপুর এসোসিয়েশন এর সভাপতি মোঃ এখলাছুর রহমান, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি সেবুল খান মাহবুব, দক্ষিণ সুরমার প্রবীণ মুরুব্বি আবদুল লতিফ, সাবেক শিক্ষক তাজ উদ্দিন আনা মিয়া, সাবেক চেয়ারম্যান লেইস চৌধুরী, সিলেট রাজমহল সুইটস এর সত্ত্বাধীকারী মোকতার আহমদ, সাহাব উদ্দিন ফারুক, সিরাজ মিয়া, ফরিদ উদ্দিন, মাজলুল আহমদ কামরান, মাহবুব চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এডভোকেট সেলিম আহমদ, জয়নাল আহমদ চৌধুরী, জগলুল ইসলাম জামাল, সুরাইয়া আলম লাকি, মিথুন দেব, মোঃ বাকি বিললাহ, নোমান আহমদ চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, রেজাউল হক রুহেল, জিলাল ইসলাম সি পিএ, জিয়াউল ইসলাম ঝিনুক, তাহের আহমদ কামেল, শাহ আবু সায়েদ, ইমরান উদ্দিন, পাবেল আহমদ, রিয়াজ মিয়া, বোরহান উদ্দিন, মাহবুবুর রহমান জুয়েল, নাহিয়ান রহমান, সুয়েব আহমদ, ফখরুল ইসলাম চৌধুরী, আবদুল হামিদ, ইমন খান, জাহাংগির আহমদ, রাজু খান, রাসেল আহমদ, কাজীরুল ইসলাম, রুবেল আহমদ, আবদুল খালেক, তানবির চৌধুরী, হুমায়ুন আহমদ ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দক্ষিণ সুরমারবাসী উপস্থিত ছিলেন।
রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল তাদের সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদানের জন্য দক্ষিণ সুরমারবাসীসহ প্রবাসীদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্চের সাবেক সহ সভাপতি আবদুল জব্বার জলিল এর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে প্রবাসী দক্ষিণ সুরমারবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।