Monday - March 17, 2025 7:25 AM

Recent News

প্রচণ্ড তুষারপাতের কারণে লন্ডনে হিথরো বিমানবন্দরে ২৬০ ফ্লাইট বাতিল

প্রচণ্ড তুষারপাতের কারণে লন্ডনে হিথরো বিমানবন্দরের ২৬০টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এতে যাত্রীদের তৃতীয় দিনের মতো দুর্ভোগের কারণ হয়ে ওঠে তুষারপাত এবং আলোর স্বল্পতা। এতে বিমানবন্দরের অন্তত ২০ ভাগ নিয়মিত শিডিউল ফ্লাইট বন্ধ হয়ে যায়।  ইউরোপের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের মধ্যে অন্যতম হিথরো বিমানবন্দরে গত শুক্রবার থেকেই তুষারজনিত বিঘ্ন সৃষ্টি হয়েছে। তিন দিন ধরে ভয়াবহ তুষারপাত ও আলোর স্বল্পতার কারণে সেখানে ফ্লাইট অনিয়মিত হয়ে পড়ে। এতে করে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের দীর্ঘ সারি দেখা গেছে এবং ফ্লাইট বাতিল হওয়া যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। আটকেপড়া হাজার হাজার যাত্রী বিমানবন্দরের টার্মিনাল ফ্লোরে তাঁবু টানিয়ে ফ্লাইটের অচলাবস্থা অবসানের অপেক্ষা করছে। বিমান কর্তৃপক্ষ জানায়, তারা বরফ আচ্ছন্ন আবহাওয়া মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য ব্যাপক অর্থ ব্যয় করেছেন। এর আগে একইভাবে ডিসেম্বরে কুয়াশার কারণে অনানুষ্ঠানিকভাবে বেশ কয়েকদিনের জন্য বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। তবে তারা জানান, বিমানবন্দরটিতে অতিরিক্ত রানওয়ে নেই। ফলে কোনো ধরনের বিঘ্ন না ঘটলেও শুধু আলোর স্বল্পতার কারণে এখানে কোনো বিমান অবস্থান করতে পারে না।  এক বিবৃতিতে হিথরো কর্তৃপক্ষ জানায়, ‘হিথরো তার প্রায় পুরো সক্ষমতা নিয়ে চেষ্টা করেছে।আমার দেশ
0Shares

COMMENTS