Monday - March 17, 2025 7:27 AM

Recent News

বিশ্বে বেকারত্ব বেড়েছে, বেকার মানুষের মোট সংখ্যা ১৯ কোটি ৭০ লাখ

অনলাইন ডেস্ক : বিশ্বে বেকার মানুষের সংখ্যা বাড়ছে। ২০১২ সালে এই সংখ্যা ৪০ লাখ বেড়েছে। এতে বিশ্বে বেকার মানুষের মোট সংখ্যা ১৯ কোটি ৭০ লাখে পৌঁছেছে। বেকারত্বের হার আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে। আইএলওর ওই প্রতিবেদনে বলা হয়, বেকারত্বের এই প্রবণতার সবচেয়ে বড় শিকার তরুণেরা। ২৪ বছরের কম বয়সী প্রায় ১৩ শতাংশ তরুণ বেকার। সংস্থাটির তথ্যমতে, বেকার জনগোষ্ঠীর এই সংখ্যার সঙ্গে চলতি বছর ৫১ লাখ বেকার যুক্ত হবেন। ২০১৪ সালে যুক্ত হবেন আরও ৩০ লাখ। বেকারত্বের এই প্রবণতা অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাওয়ার বিষয়টিকেই প্রতিফলিত করে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে এটা লক্ষণীয়। ‘বৈশ্বিক কর্মসংস্থান প্রবণতা ২০১৩’ শীর্ষক আইএলওর ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালে বিশ্বের মোট কর্মশক্তির ৬ শতাংশ কর্মহীন ছিল।প্রথম আলো

0Shares

COMMENTS