Monday - March 17, 2025 7:29 AM

Recent News

ফেসবুকে বন্ধু তালিকায় স্বামী-স্ত্রী?

সম্পর্কে স্বচ্ছতা থাকলে স্বামী-স্ত্রী ফেসবুকে বন্ধু হতেই পারেন। যেমন সাফকাত সাকিন ও সাবিহা আকন�

সম্পর্কে স্বচ্ছতা থাকলে স্বামী-স্ত্রী ফেসবুকে বন্ধু হতেই পারেন। যেমন সাফকাত সাকিন ও সাবিহা আকন্দ দম্পতি ফেসবুকে বন্ধু :ছবি: কবির হোসেন IIIIIII

তৌহিদা শিরোপা : ফেসবুকে বন্ধুর তালিকায় স্বামী বা স্ত্রী বন্ধু থাকা নিয়ে বিতর্কের শেষ নেই। কেউ মনে করেন, স্বামী-স্ত্রী ফেসবুকে পরস্পরের বন্ধু তালিকায় থাকলে অযথাই সমস্যা সৃষ্টি হতে পারে। শুধু শুধু সমস্যা বাড়িয়ে লাভ কী! আরেক দল মনে করে, পরস্পরের বন্ধু হিসেবে থাকলে অসুবিধা কোথায়? বরং অনেক কথাবার্তাই তাঁরা ফেসবুকে সেরে নিতে পারেন।এমনকি পুরোনো কোনো ছবি পোস্ট করে কিংবা স্ট্যাটাসে রোমান্টিক কিছু লিখে অবাক করে দেওয়া যেতে পারে জীবনসঙ্গীকে। ফেসবুকে ছোট্ট একটা ট্যাগ, সেখানে করা কমেন্টে লাইক, অতঃপর ভার্চুয়াল বন্ধুত্ব, সেখান থেকে প্রেম ও বিয়ে—সাফকাত সাকিন ও সাবিহা আকন্দের জীবনেরর গল্পটা এমনই। তাঁরা এখনো ফেসবুক-বন্ধু। নিজেদের অনেক কিছু এখনো ফেসবুকে শেয়ার করেন। অফিসের ফাঁকে বউয়ের সঙ্গে একটু চ্যাট যেন না করলেই নয়! কিন্তু সবার ফেসবুক গল্প এতটা মধুর নয়। ভার্চুয়াল সম্পর্কের জেরে হরহামেশা বিরূপ প্রতিক্রিয়া ফেলছে বাস্তব জীবনে। বিশেষ করে যখন স্বামী-স্ত্রী একজন আরেকজনের পাসওয়ার্ড জানতে চান, ঝামেলার সূত্রপাত সেখান থেকেও শুরু হয়। গার্হস্থ্য অর্থনীতি কলেজের সাবেক অধ্যাপক মোরশেদা বেগম জানান, অসৎ হতে চাইলে ফেসবুক ছাড়াও অন্য যেকোনো মাধ্যমে হওয়া যায়। তাই বন্ধু হিসেবে থাকলেও নিজের গোপনীয়তা রক্ষার জন্য পাসওয়ার্ড দিয়ে দেওয়া উচিত নয়। প্রত্যেক মানুষকে তার মতো করে থাকার জন্য খানিকটা সময় দেওয়া উচিত। সেটা হতে পারে ফেসবুকের সময়টাই। মনোরোগ চিকিৎসক মোহিত কামাল মনে করেন, ভার্চুয়াল জগতে বন্ধুত্ব যেন সীমা অতিক্রম না করে। দাম্পত্য সম্পর্কে স্বচ্ছতা থাকলে বন্ধুর তালিকায় না থাকলেও অসুবিধা নেই। অনেক সময় স্বামী-স্ত্রী পরস্পরের বন্ধু হিসেবে থাকলে সঙ্গীকে করা অন্যের সামান্য কথাটা খারাপ লাগতে পারে। হয়তো পোস্ট করা ছবিগুলোয় বিশেষ কারও লাইক বা কমেন্টস মানতে পারল না। তখন সমস্যা হতে পারে। বাস্তব জীবনে পরস্পরের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে ফেসবুক কোনো সমস্যা নয়। ফেসবুক ভার্চুয়াল জগৎ। এখানকার সবকিছু বাস্তব জীবনে টেনে আনার কোনো মানে নেই। ভার্চুয়াল সম্পর্ক যেন বাস্তব জীবনের সম্পর্কে কোনো ফাটল ধরাতে না পারে। সামাজিক যোগাযোগ যেন কাজে ব্যবহার করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তবে যে স্বামী-স্ত্রী সন্দেহ বাতিকগ্রস্ত কিংবা ভালোবাসার উল্টো পিঠে যাঁদের হিংসা কাজ করে, তাঁরা পরস্পরের বন্ধু না থাকাই ভালো। এতে সংসারে অনাকাঙ্ক্ষিত ঝামেলা তৈরি হতে পারে।প্রথম আলো

0Shares

COMMENTS