Monday - March 17, 2025 4:11 AM

Recent News

মাছের আকার ছোট হয়ে আসছে

মানুষের কর্মকাণ্ডের ফলে সামুদ্রিক বাস্তুসংস্থান পরিবর্তিত হচ্ছে। আর তাতে ছোট হয়ে আসছে মাছের আকার। শিকারি প্রাণীদের কবলে পড়ে মাছের বিভিন্ন প্রজাতি বিপন্ন হচ্ছে। ফলে মানুষের খাবারের গুরুত্বপূর্ণ উৎসটির ভবিষ্যৎ নিয়ে সংশয়   বেড়েছে। একদল বিজ্ঞানী তাঁদের গবেষণার ভিত্তিতে গতকাল বুধবার এ হুঁশিয়ারি দেন। অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ডের গবেষকরা যুক্তরাজ্যের রয়াল সোসাইটির বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে জানান, একটি নির্দিষ্ট স্থানের জীবসমষ্টির অন্তর্ভুক্ত মাছের পাঁচটি প্রজাতির মধ্যে চারটির আকৃতিই ছোট হয়ে এসেছে ৩৫ শতাংশ পর্যন্ত।  শারীরিক আকৃতি অল্প পরিমাণে কমে এলেও মাছের স্বাভাবিক আয়ুষ্কালের ওপর বড় প্রভাব পড়তে পারে। মাছের আকৃতি হ্রাসের বিষয়টি বর্তমানে উপেক্ষিত থাকলেও বিষয়টির প্রভাব হতে পারে সুদূরপ্রসারী। এএফপি।প্রথম আলো

0Shares

COMMENTS