Monday - March 17, 2025 2:59 AM

Recent News

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ

মোহাম্মদ আলী

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ। যেকোনো সময় তিনি পৃথিবীর মায়া ছাড়তে পারেন। মোহাম্মদ আলীর ভাই রহমান আলী এ তথ্য জানিয়েছেন। গতকাল রোববার যুক্তরাজ্যের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘দ্য সান’ পত্রিকাকে রহমান আলী বলেছেন, ‘আমার ভাই কথা বলতে পারছেন না। তিনি আমাকে চিনতে পারছেন না। তাঁর অবস্থা অবনতির দিকে। তিনি খুবই অসুস্থ। কয়েক মাস কিংবা কয়েক দিনের মধ্যে তিনি চলে যেতে পারেন। এই গ্রীষ্ম পর্যন্ত তিনি টিকবেন কি না, তা আমি জানি না। তাঁর প্রাণ আল্লাহর হাতে। আমরা আশা করি, তিনি ভালোভাবেই বিদায় নেবেন।’ রহমান আলী আরও বলেন, গুরুতর অসুস্থ হওয়ার আগে মোহাম্মদ আলী তাঁকে বলেছেন, তাঁর কোনো বেদনা নেই। তিনি যা চেয়েছেন, তার সবকিছুই অর্জন করেছেন। ৭১ বছর বয়সী মোহাম্মদ আলী তাঁর ভাইকে বলেছেন, ‘আমার জন্য কান্না করো না। আমার কোনো কষ্ট নেই।’ রহমান আলী আরও বলেন, এটাই তাঁর যাওয়ার সবচেয়ে ভালো সময়। তিনি যত দিন বেঁচে থাকবেন, তাঁর কষ্ট বাড়বে। মোহাম্মদ আলী ১৯৬০ সালে অলিম্পিকে সোনা জেতেন। তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব অর্জন করেন তিনি।প্রথম আলো

0Shares

COMMENTS