Sunday - March 16, 2025 11:15 PM

Recent News

নগ্ন পুরুষের ছবির জন্য ফটোগ্রাফার গ্রেপ্তার

ডেস্ক: নগ্ন পুরুষ দেহের ছবি সম্বলিত ছবি সম্বলিত বই বিক্রি করার দায়ে টোকিওভিত্তিক সিঙ্গাপুরের ফটোগ্রাফার লেসলি কি’কে গ্রেপ্তার করা হয়েছে। এবার তাকে সমর্থন করে তার পক্ষে অবস্থান নিয়েছেন জাপানের ফ্যাশনবিদরা। লেসলি এ যাবত যাদের ছবি তুলেছেন তার মধ্যে অন্যতম লেডি গাগা, সুপার বোল সেনসেশন বিয়োন্সে নোয়েল। লেসলি সমপ্রতি টোকিওতে তার গ্যালারিতে ওই বই বিক্রি করেন। এ জন্য গত সোমবার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ অপরাধ প্রমাণিত হলে ৪১ বছর বয়সী ওই ফটোগ্রাফারকে দু’বছরের জেল হতে পারে অথবা তাকে ২৫ লাখ ইয়েন জরিমানা করা হতে পারে। জাপানে  পর্নোগ্রাফি বহুল। যেখানে সেখানে এ সংক্রান্ত প্রকাশনা বা ইলেকট্রিক পণ্য পাওয়া যায়। কিন্তু দেশের ভিতরকার আইনে নগ্ন পুরুষ দেহ, বিশেষ করে তার গোপনাঙ্গ প্রদর্শন নিষিদ্ধ। জাপানের একটি ফ্যাশন বিষয়ক ম্যাগাজিনের সাংবাদিক ইয়ামামুরো কাজ বলেছেন, লেসলিকে গ্রেপ্তারের খবরে আমি বিস্মিত হয়েছি।মানবজমিন

0Shares