Sunday - March 16, 2025 8:33 AM

Recent News

জীবন দিয়ে প্রভুকে রক্ষা করলো তোতা

ডেস্ক: প্রভুভক্তির জন্য কুকুরের আলাদা সুনাম রয়েছে। নিজের জীবন বাজি রেখেও কুকুর তার মনিবকে রক্ষা করবে এটা একরকম সর্বজনবিদিত। কিন্তু আপনার বাড়ির পোষা তোতা পাখিটিও যদি একই কাজ করে তবে অবাক হবেন না যেন! কারণ, বৃটেনের সাউথ ওয়েলস এলাকার একটি বাড়িতে কুকি নামের একটি তোতা পাখি তার টিএনএজ বয়সী প্রভু বেন রিসকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রীতিমতো বীরের মর্যাদা পেয়েছে। ঘটনার শুরু এভাবে। বেন সেদিন বাড়িতে একাই ছিল। সঙ্গে ছিল তার পোষা তোতাটি। বাথরুমে ছিল বেন। শোবার ঘরে হঠাৎ আগুন লাগে। নিজের জীবন বাজি রেখে কুকি জোরে চেঁচিয়ে ও পাখা ঝাপটিয়ে বাথরুমে থাকা মনিবের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। বেন বাইরে বেরিয়ে ঘটনা উপলব্ধি করে। কোনমতে সে ঘর থেকে বেরোতে সক্ষম হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পোষা তোতা কুকি সময়মতো বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে দমকলকে খবর দেয়। বেনের মা ভিকি রিস বলছিলেন, কুকি বীর ও সে বীরের মতোই মৃত্যুবরণ করেছে। তিনি বলেন, কুকি বিপদ আঁচ করতে পেরেছিল। সে বুঝতে পেরেছিল শোবার ঘরে যে আগুন লেগেছে সে সম্পর্কে তার মনিব কিছু জানে না। ভিকি বলেন, আমি নিশ্চিত কুকি না থাকলে বেন বাঁচতে পারতো না। এদিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কুকিকে বাড়ির পাশের বাগানে সমাহিত করা হয়।মানবজমিন
0Shares

COMMENTS