রাশিয়ায় উল্কাপাতে আহত প্রায় এক হাজার

ডেস্ক : রাশিয়ার মধ্যাঞ্চলীয় উরাল পর্বতে উল্কাপাতে কমপক্ষে ৯৫০ জন আহত হয়েছে। প্রচণ্ড শব্দে উল্কাপাতে জানালার কাঁচ ভেঙ্গে যায় এবং ভবন কেঁপে ওঠে। কাঁচ ভেঙ্গেই বেশিরভাগ লোক আহত হয়েছে। বেশিরভাগই সামান্য আহত হয়েছে। কেউ কেউ মাথায় আঘাত পেয়েছে। রাশিয়া সরকার গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। এদিকে ফুটবল মাঠের অর্ধেক আকৃতির একটি গ্রহাণুপিণ্ড আজ শনিবার পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। খবর বিবিসি ও রয়টার্সের।
রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতরা চিকিত্সা নিয়েছে। বেশির ভাগই আহত হয়েছে ভাঙা কাঁচে। চিকিত্সার জন্য ১১ জন হাসপাতালে অবস্থান করছে। রাজধানী মস্কো থেকে ১৫শ’ কিলোমিটার পূর্ব দিকের চেলিয়াবিনস্কে আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে উল্কাপিণ্ডটি মাটিতে এসে আঘাত হানে। রাশিয়ার জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তারা উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক ও সেভারদবস্ক এলাকার আকাশে জলন্ত বস্তু দেখেছেন। ইয়াকেটারিনবার্গ শহর থেকেও এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তিন অঞ্চলের কমপক্ষে ছয়টি শহর উল্কাপাতের শিকার হয়েছে। চেলিয়াবিনস্ক এলাকার মানুষ জানিয়েছেন, উল্কার আঘাতে মাটি এবং ভবন কেঁপে ওঠে। চেলিয়াবিনস্কের অধিবাসী পোলিনা জলোতারেভাস্কেয়া বলেন, আমরা প্রথমে আকাশে উজ্জ্বল আলো দেখলাম এবং পরে মনে হলো সাদা এবং হলুদ রংয়ের ট্রাকের মতো বস্তুতে পরিণত হয়েছে। এরপর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আমাদের জানালার কাঁচ ভেঙ্গে যায়। অনেকে এঘটনা ভিডিও করেন। দুর্যোগ বিভাগ জানিয়েছে, জরুরি বিভাগের কর্মকর্তারা আহতদের উদ্ধারে ব্যাপক তত্পরতা চালিয়েছে এবং তাদের চিকিত্সার ব্যবস্থা করেছে।
এদিকে কোনো মহাকাশযানের সাহায্য ছাড়া আজ বাংলাদেশ সময় খুব ভোরে প্রথমবারের মতো বড় একটি গ্রহাণুপিণ্ডকে দেখার সুযোগ পাবেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ২০১২ডিএ১৪ নামের এই গ্রহাণুপিণ্ডটি পৃথিবীর খুব কাছ দিয়ে গেলেও ভবিষ্যতে পৃথিবীর ওপর এর কোনো প্রভাব পড়বে না।ইত্তেফাক
রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতরা চিকিত্সা নিয়েছে। বেশির ভাগই আহত হয়েছে ভাঙা কাঁচে। চিকিত্সার জন্য ১১ জন হাসপাতালে অবস্থান করছে। রাজধানী মস্কো থেকে ১৫শ’ কিলোমিটার পূর্ব দিকের চেলিয়াবিনস্কে আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে উল্কাপিণ্ডটি মাটিতে এসে আঘাত হানে। রাশিয়ার জরুরি উদ্ধার ও ত্রাণ বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, তারা উরাল অঞ্চলের চেলিয়াবিনস্ক ও সেভারদবস্ক এলাকার আকাশে জলন্ত বস্তু দেখেছেন। ইয়াকেটারিনবার্গ শহর থেকেও এ দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
তিন অঞ্চলের কমপক্ষে ছয়টি শহর উল্কাপাতের শিকার হয়েছে। চেলিয়াবিনস্ক এলাকার মানুষ জানিয়েছেন, উল্কার আঘাতে মাটি এবং ভবন কেঁপে ওঠে। চেলিয়াবিনস্কের অধিবাসী পোলিনা জলোতারেভাস্কেয়া বলেন, আমরা প্রথমে আকাশে উজ্জ্বল আলো দেখলাম এবং পরে মনে হলো সাদা এবং হলুদ রংয়ের ট্রাকের মতো বস্তুতে পরিণত হয়েছে। এরপর একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আমাদের জানালার কাঁচ ভেঙ্গে যায়। অনেকে এঘটনা ভিডিও করেন। দুর্যোগ বিভাগ জানিয়েছে, জরুরি বিভাগের কর্মকর্তারা আহতদের উদ্ধারে ব্যাপক তত্পরতা চালিয়েছে এবং তাদের চিকিত্সার ব্যবস্থা করেছে।
এদিকে কোনো মহাকাশযানের সাহায্য ছাড়া আজ বাংলাদেশ সময় খুব ভোরে প্রথমবারের মতো বড় একটি গ্রহাণুপিণ্ডকে দেখার সুযোগ পাবেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, ২০১২ডিএ১৪ নামের এই গ্রহাণুপিণ্ডটি পৃথিবীর খুব কাছ দিয়ে গেলেও ভবিষ্যতে পৃথিবীর ওপর এর কোনো প্রভাব পড়বে না।ইত্তেফাক