Sunday - March 16, 2025 3:28 AM

Recent News

নির্ভুল বানান শেখাবে কলম

লিখতে গিয়ে কম-বেশি প্রায় সবাই বানান ভুল করে। জটিল সব বানান মনে রাখতে গিয়ে কোমলমতি শিশুদের তো রীতিমতো গলদঘর্ম হতে হয়। এ সমস্যা থেকে সবাইকে রেহাই দিতে জার্মানির লার্নস্টিফট নামের একটি প্রতিষ্ঠান একটি কলমের প্রযুক্তি উদ্ভাবন করেছে। কলমটি বাজারে আসতে আরও কিছুদিন দেরি হবে।
লেখার সময় যদি বানান বা ব্যাকরণগত কোনো ভুল হয়, তাহলে কলমটি কেঁপে উঠে সতর্ক করে দেবে। এ ছাড়া কারও হাতের লেখা পাঠের অনুপযোগী হলেও কলমটি আগে থেকে জানিয়ে দেবে। লার্নস্টিফট কর্তৃপক্ষ জানায়, শব্দের গঠনপদ্ধতি বোঝার উপযোগী করেই কলমটি তৈরি করা হয়েছে। ফলে বানান লেখার সময় অক্ষরবিন্যাসে কোনো সমস্যা হলেই কলমটি শনাক্ত করতে পারবে এবং সংকেত দেবে। ভাষা ও বানানের ক্ষেত্রে এ কলম অনেকটা শিক্ষকের ভূমিকা পালন করবে। টেলিগ্রাফ।প্রথম আলো

0Shares

COMMENTS