Sunday - March 16, 2025 2:25 PM

Recent News

বিশ্বে প্রতি পাঁচ আইনপ্রণেতার মধ্যে একজন নারী

 ডেস্ক : বিভিন্ন দেশের পার্লামেন্টে নারী সদস্যের হার বেড়েছে। বর্তমানে বিশ্বের প্রতি পাঁচজন পার্লামেন্ট সদস্যের মধ্যে একজন নারী। তবে এ হার বৃদ্ধির ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনের প্রভাব রয়েছে। ফ্রান্সভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) বুধবার জরিপ প্রতিবেদনে এসব তথ্য জানায়। আইপিইউ জানায়, ২০১২ সালে নির্বাচন হয়েছে_এমন ৪৮টি দেশে জরিপটি চালানো হয়। দেখা যায়, পার্লামেন্টগুলোয় নারী সদস্যের সংখ্যা গড়ে ২০ দশমিক তিন শতাংশে দাঁড়িয়েছে। ২০১১ সালে এ হার ছিল ১৯ দশমিক ৫ শতাংশ। পার্লামেন্টে নারী সদস্য বাড়ার ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশগুলো সবচেয়ে এগিয়ে আছে। সেখানকার পার্লামেন্টগুলোয় গড়ে ৪২ শতাংশ নারী সদস্য আছেন। ২৪ দশমিক ১ শতাংশ নারী সদস্য নিয়ে এর পরের অবস্থানে আছে আমেরিকা অঞ্চলের দেশগুলো। জরিপে এশিয়া অঞ্চলের দেশগুলো অনেকটা পিছিয়ে আছে। এশিয়ার দেশগুলোয় পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যা গড়ে ১৭ দশমিক ৯ শতাংশ। তবে নারী সদস্যের হার সবচেয়ে কম আরব দেশগুলোয়, মাত্র ১৩ দশমিক ২ শতাংশ। তবে আরব দেশগুলোর মধ্যে আলজেরিয়া অনেকটা ব্যতিক্রম। সেখানকার পার্লামেন্টে ৩১ দশমিক ৬ শতাংশ সদস্য নারী। আইপিইউ জানায়, এশিয়ার দেশগুলোয় নারী সদস্য বৃদ্ধির হার খুবই কম। এখানে ২০০২ সালের (১৫ দশমিক ২ শতাংশ) পর থেকে গত ১০ বছরে পার্লামেন্টগুলোয় নারী সদস্যের সংখ্যা বেড়েছে মাত্র ২ দশমিক ৭ শতাংশ। তবে মিয়ানমার এ ক্ষেত্রে আগের চেয়ে অনেক এগিয়েছে। আইপিইউয়ের মহাসচিব অ্যান্ডারস জনসনের মতে, ‘পার্লামেন্টে নারী সদস্য বৃদ্ধি পাওয়া ইতিবাচক। তবে আমি মনে করি, এসব নারী দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলতে না পারলে কেবল সংখ্যা বৃদ্ধিতে কোনো লাভ হবে না।’ সূত্র : এএফপি।কালের কণ্ঠ

0Shares

COMMENTS