পোপ নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়া শুরু : সাদা ধোঁয়ার অপেক্ষায় ১২০ কোটি ক্যাথলিক

ডেস্ক : বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিস্টানের নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২৬৬তম পোপ নির্বাচনের লক্ষ্যে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলে গতকাল মঙ্গলবার থেকে গোপন বৈঠক শুরু করেছেন ১১৫ জন কার্ডিনাল (পোপ নির্বাচনে অংশ নেওয়া বিশপ)। বাংলাদেশ সময় গতকাল রাত সাড়ে আটটায় তাঁদের মধ্যে প্রথম ভোট হওয়ার কথা ছিল। এ কার্ডিনালদের মধ্য থেকেই কোনো একজন পোপ নির্বাচিত হবেন। তবে কার্ডিনালের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পড়া পর্যন্ত ভোট চলবে। পোপের দায়িত্ব পালনের মতো সক্ষমতা নেই- এ কথা জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট (৮৫)। তিনি ছিলেন ২৬৫তম পোপ। ১৪১৫ সালের পর এই প্রথম কোনো পোপ মেয়াদ পূরণের আগেই পদত্যাগ করলেন। তাঁর পদত্যাগের পর নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ১১৫ জন কার্ডিনাল ভ্যাটিকানে পৌঁছান। গতকাল সেন্ট পিটারর্স ব্যাসিলিকায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে পোপ নির্বাচন প্রক্রিয়া শুরু করেছেন তাঁরা। বিশপ অ্যাঞ্জেলো সোডানো কার্ডিনালদের ডিনের দায়িত্ব পালন করছেন। সিস্টিন চ্যাপেলে পোপ নির্বাচনের জন্য গোপন বৈঠকে বসেছেন কার্ডিনালরা। এর আগে নির্বাচন প্রক্রিয়ার সব তথ্য গোপন রাখার ব্যাপারে শপথ নেন তাঁরা। কেউ শপথ ভাঙলে তাঁকে গির্জা থেকে বহিষ্কারের অঙ্গীকার করেন তাঁরা। পোপ নির্বাচনের আগ পর্যন্ত বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তাঁরা। পোপ নির্বাচনের জন্য গতকাল ভ্যাটিকানের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় কার্ডিনালদের প্রথম দফা ভোট হওয়ার কথা ছিল। কার্ডিনালরা আয়তাকার কাগজে পোপ পদে তাঁদের পছন্দের কার্ডিনালের নাম লেখবেন। তবে কেউই নিজেকে ভোট দিতে পারবেন না। পোপ পদে এবার কারো জনপ্রিয়তা না থাকায় প্রথম দফা ভোটে মতৈক্য হওয়ার খুব আশা নেই। কোনো কার্ডিনালের পক্ষে দুই-তৃতীয়াংশ ভোট না পড়া পর্যন্ত ভোট চলবে। পোপ নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন সকালে দুবার ও বিকেলে দুবার করে চারবার ভোট দেবেন কার্ডিনালরা। কেউই অন্য কারো ভোট সম্পর্কে জানতে পারবেন না। ভোট পুড়িয়ে ফেলা হবে। কার্ডিনালরা মতৈক্যে পৌঁছানোর আগ পর্যন্ত সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হতে থাকবে। নতুন পোপ নির্বাচনের সঙ্গে সঙ্গে সাদা ধোঁয়া বের হবে। নবনির্বাচিত পোপ নিজেই নিজের উপাধি ঠিক করবেন। ডিনের ঘোষণার পর নতুন পোপ ব্যালকনিতে দাঁড়িয়ে অপেক্ষমাণ জনতাকে অভিবাদন জানাবেন। সূত্র : এএফপি, জিনিউজ।কালের কণ্ঠ