মিথ্যা বলায় যুক্তরাজ্যে সাবেক মন্ত্রীর আট মাস কারাদণ্ড

কামাল আহমেদ, লন্ডন : ১০ বছর আগে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘনের ব্যাপারে মিথ্যা বলে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে সাবেক ব্রিটিশ জ্বালানিমন্ত্রী ক্রিস হিউন এবং তাঁর সাবেক স্ত্রী ভিকি প্রাইসকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
লন্ডনের সার্দাক ক্রাউন আদালতে ৪ মার্চ মামলাটির শুনানি শুরু হওয়ার আগেই হিউন বিচারপ্রক্রিয়া ব্যাহত করার অপরাধ স্বীকার করে নেন। তবে তাঁর সাবেক স্ত্রী অপরাধ স্বীকার না করায় তাঁর শুনানি হয় এবং বিচার শেষে গত সোমবার উভয়ের সাজা ঘোষণা করা হয়।
ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীন টোরি এবং লিবডেম জোটের মন্ত্রিসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির পক্ষে প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন হিউন।
রায়ে বিচারক রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে এবং মিথ্যার আশ্রয় নিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করায় হিউনের সমালোচনা করেন। এখন হিউন ও প্রাইসের বিরুদ্ধে মামলার খরচ আদায়ের জন্য জরিমানা নির্ধারণের শুনানি চলছে।
হিউনের বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘন করলেও তিনি দাবি করেছিলেন, গতিসীমা লঙ্ঘনের সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁর স্ত্রী প্রাইস। হিউনের এই মিথ্যা তথ্যের কারণে তখন তাঁর স্ত্রীর ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হয়। কিন্তু ২০১০ সালে প্রাইসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এর কিছুদিন পরই সংবাদপত্রে তাঁর ওই ড্রাইভিং অপরাধ বিষয়ে প্রকৃত ঘটনা ফাঁস হয়ে যায়। সে সময় তিনি নিজেকে নির্দোষ প্রমাণের অঙ্গীকার করে মন্ত্রিত্ব ছাড়েন।প্রথম আলো