প্রাণের অনুকূল ছিল মঙ্গল!

ডেস্ক : মঙ্গলে এক সময় প্রাণের অনুকূল পরিবেশ ছিল। মঙ্গলের বুক থেকে মহাকাশযান কিউরিওসিটির সংগ্রহ করা পাথরের নমুনা বিশ্লেষণ করে এ সম্ভাবনার কথা জানাল নাসা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সর্বশেষ প্রাপ্ত তথ্য সম্পর্কে জানান সংস্থাটির বিজ্ঞানীরা। ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহের পার্বত্য এলাকায় একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশযান গবেষণা সংস্থা নাসার রোভার কিউরিওসিটি। রোভারটির পাঠানো তথ্যে মঙ্গলের মাটিতে সালফার, নাইট্রোজেন, ফরফরাস, কার্বনের মতো প্রাণের সহায়ক একাধিক পদার্থের অস্তিত্বের কথা জানা গেছে। খবর নিউইয়র্ক টাইমসের।সমকাল