Saturday - March 15, 2025 10:47 AM

Recent News

ওড়িশায় অবৈধভাবে বসবাসরত ৩ হাজার ৯৮৭ বাংলাদেশী চিহ্নিত!

 ডেস্ক: ভারতের ওড়িশা রাজ্যে ৩ হাজার ৯৮৭ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে শনাক্ত করেছে প্রদেশটির সরকার। ওই রাজ্যের অ্যাসেম্বলিতে বিষয়টি উত্থাপিত হয়েছে। অ্যাসেম্বলিতে একটি লিখিত প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী নাভিন পাটনায়েক বলেন, রাজ্যে বাংলাদেশ ছাড়া আর কোন দেশের অবৈধ অনুপ্রবেশকারী নেই। তিনি ভারতের ওড়িশায় অবৈধ অনুপ্রবেশকারীদের একটি পরিসংখ্যানও প্রকাশ করেন। ওড়িশা রাজ্যের উপকূলীয় কেন্দ্রপাড়া জেলায় সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন। সে সংখ্যা ১ হাজার ৬৪৯ জন বলে উল্লেখ করা হয়েছে। জগৎসিংপুর জেলায় অবস্থান করছেন ১ হাজার ১১২ বাংলাদেশী নাগরিক। এভাবে মালকানগিরি জেলায় ৬৫৫, ভদ্রক জেলায় ৩১৩, বালাসোরে ১৫০ ও নবরংপুরে ১০৬ ও বরগড় জেলায় ২ জন বাংলাদেশী অবৈধভাবে বসবাস করছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। মুখ্যমন্ত্রী পাটনায়েক বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের পর থেকে যে বাংলাদেশীরা অবৈধভাবে বসবাস করছেন, তাদের শনাক্ত করার নির্দেশনা দেয়া হয়েছিল পুলিশ কর্মকর্তা ও জেলার কালেক্টরদের। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের ভোটার আইডি ও রেশন কার্ডও পরীক্ষা করার নির্দেশনা দেয়া হয়েছে জেলা কর্তৃপক্ষকে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা ও তাদের ভারত থেকে নির্বাসনের পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।মানবজমিন

0Shares

COMMENTS