পোপ ফ্রান্সিসের অভিষেক : পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে না দেওয়ার আহ্বান

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু ভ্যাটিকানের নতুন পোপ ফ্রান্সিস পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে না দিতে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার পোপ হিসেবে নিজের অভিষেক অনুষ্ঠানে তিনি বিশ্বনেতাদের প্রতি এই আহ্বান জানান।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠানে অন্তত দুই লাখ মানুষ যোগ দেন। তাঁরা বিভিন্ন দেশের পতাকা নেড়ে পোপকে স্বাগত জানান।
বক্তৃতায় পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের প্রতি মানুষের আস্থা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, ‘অন্ধকারাচ্ছন্ন নানা সমস্যা সত্ত্বেও আশার আলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘মানবতাকে আলিঙ্গন করতে হবে, বিশেষ করে অভাবী, দুর্বল ও প্রান্তিক সম্প্রদায়ের কথা ভাবতে হবে।’
পোপের বক্তৃতার সময় ‘পোপ দীর্ঘজীবী হোক’, ‘পোপ দীর্ঘজীবী হোক’ বলে স্লোগান ওঠে। ব্রাজিল থেকে আসা নানদের একটি দল স্লোগান দেয়, ‘এগিয়ে যাও ফ্রান্সিস, এগিয়ে যাও। যেখানেই যাও, আমরা তোমার সঙ্গে আছি।’ কলম্বিয়ার যাজক রদ্রিগো গ্রাজালেস বলেন, পোপ ফ্রান্সিস এই গির্জাকে মানুষের কাছাকাছি নিয়ে যাবেন। ইতালিয়ান নান সিস্টার রোসা বলেন, পোপ ফ্রান্সিস হবেন বিশ্বের মানবতা, ভালোবাসা ও মহত্ত্বের আরেক রূপ।
ভ্যাটিক্যান সূত্র জানায়, পোপ ফ্রান্সিসের অভিষেক অনুষ্ঠানে দেড় থেকে দুই লাখ মানুষ অংশ নেন। বিভিন্ন দেশের ১৩২ জন প্রতিনিধিও এই অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। লাতিন আমেরিকার প্রথম পোপ বলে অভিষেক অনুষ্ঠানে ওই অঞ্চলের দেশগুলোর প্রেসিডেন্টদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কোস্টারিকা ও প্যারাগুয়ের প্রেসিডেন্টরা যোগ দেন। এ ছাড়া বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। এএফপি।প্রথম আলো