ইয়াহুতে ‘মিলিয়ন ডলার’ কিশোর

নিক ডি’আলোইসিও | ইয়াহুতে নিয়োগ পেলেন যুক্তরাজ্যের কিশোর বয়সী অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিও। ইয়াহুর মোবাইল পণ্য বিভাগে ১৭ বছর বয়সী এই অ্যাপ নির্মাতা তাঁর দলের কয়েকজন কর্মীসহ নিয়োগ পেয়েছেন। এই অ্যাপ নির্মাতা দলের পেছনে এর মধ্যেই লাখো ডলার খরচ করছে ইয়াহু ইনকরপোরেশন। বিবিসির এক খবরে বলা হয়েছে, স্মার্টফোনের জন্য ‘সামলি’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সবার নজর কেড়েছেন যুক্তরাজ্যের ১৭ বছর বয়সী নিক ডি’আলোইসিও। নিকের তৈরি এ অ্যাপ্লিকেশনটি পাঠকের কাছে খবরের সারসংক্ষেপ পৌঁছে দিতে পারে। এতে পাঠক পুরো খবর না পড়েও খবরের মূল বিষয়গুলো পড়ে নিতে পারেন। ‘সামলি’ তৈরির সময় নিক ডি’আলোইসিওর বয়স ছিল মাত্র ১৫ বছর। ‘সামলি’ চালু হওয়ার পর অ্যাপল অ্যাপস্টোরের শীর্ষ ১০ অ্যাপের তালিকায় স্থান করে নিয়েছিল। পাশাপাশি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ পেয়েছিল ডিআলোইসিওর সামলি। আপাতত ইয়াহুর সঙ্গে চুক্তিতে যাওয়ায় সামলির ফিচারগুলো ইয়াহুর মোবাইল বিভাগে ব্যবহূত হবে। সামলির অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরিতে শিগগিরই ইয়াহুর হয়ে কাজ শুরু করবেন নিক ডি’আলোইসিও এবং তাঁর দলটি। তবে ইয়াহুর সঙ্গে নিকের চুক্তির বিষয়টি সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।প্রথম আলো