Saturday - March 15, 2025 5:54 AM

Recent News

ব্রিটিশ সংগীতশিল্পী লেডি গাগার জন্মদিনে শুধু চা!

লেডি গাগাঅনলাইন ডেস্ক : জন্মদিনের দাওয়াত মানেই ভূরিভোজ; কেক, মিষ্টি, পানীয়। আর তারকাদের জন্মদিনের অনুষ্ঠান মানেই তো বিশাল সমারোহে ভূরিভোজ হওয়ার কথা। অবশ্য ব্যতিক্রম যে নেই, তা নয়। আজ ২৮ মার্চ সংগীতশিল্পী লেডি গাগার ২৭তম জন্মদিন। জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের গাগা নাকি শুধু চা-বিস্কুট খাইয়েই বিদায় দিয়েছেন। ব্রিটিশ সংগীতশিল্পী লেডি গাগার জন্মদিনের অতিথিরা বোধ হয় একটু বেশিই আশা করেছিলেন! কিন্তু লেডি গাগা তাঁর ২৭তম জন্মদিনে অতিথিদের শুধু চা-বিস্কুট দিয়েই আপ্যায়ন করেছেন। এমনকি অনুষ্ঠানে আর কোনো পানীয় রাখেনইনি তিনি। লেডি গাগাকে চা-প্রেমীই বলা যায়। তাঁর চা-প্রীতি এতটাই যে, কোথাও গেলে সঙ্গে করে চা তৈরির উপকরণও নিয়ে যান তিনি। তাই বলে জন্মদিনের অতিথিদের বেলায়ও চা? লেডি গাগার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের জন্য সম্প্রতি চিকিত্সকের ছুরির নিচে যেতে হয়েছিল লেডি গাগাকে। চিকিত্সক তাঁকে অ্যালকোহল ছুঁতে একদমই বারণ করে দিয়েছেন। তাই জন্মদিনে নিজেও অ্যালকোহল জাতীয় কোন পানীয় পান করেননি, সঙ্গে অতিথিদের জন্যও এর ব্যবস্থা রাখেননি। তাঁর প্রিয় চা আর নোনতা বিস্কুট দিয়েই সেরেছেন জন্মদিনের অতিথি-ভোজ। ভোজের রকম ফের দেখে তো অনেকেরই চক্ষু ছানাবড়া! জন্মদিনের অনুষ্ঠান বলে কথা! একটু কি কিপটেমি হয়ে গেল না লেডি গাগার?প্রথম আলো

0Shares

COMMENTS