Saturday - March 15, 2025 5:56 AM

Recent News

দুবাই বিমানবন্দর বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম, শীর্ষে হিথ্রো

ডেস্ক: দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক বিভিন্ন রুটে যাওয়া-আসা যাত্রীসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে। এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরসমূহের র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। বিশেষ এ ক্ষেত্রে দুবাইয়ের সামনে এখন শুধু রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর শীর্ষে অবস্থান করছে হিথ্রো। এদিকে প্যারিসের চার্লস ডি গলে বিমানবন্দরকে পেছনে ফেলেছে দুবাই। এ বছরের শুরু থেকেই দুই ধাপ ওপরে ওঠে দুবাই বিমানবন্দর। দুবাই এয়ারপোর্টস কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। ২০১৩ সালের প্রথম দুই মাসে দুবাই বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়া-আসা যাত্রীদের হার ১৩ শতাংশ বেড়েছে। ২০১২ সালে একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ৯৪ লাখ ১৩ হাজার ২৮৬ জন। সেখানে তা ১৩ শতাংশ বেড়ে ১ কোটি ৬৪ লাখ ১২০ জনে দাঁড়িয়েছে। ২০১৫ সালের মধ্যে হিথ্রো বিমানবন্দরকে ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে বলে আশা করছেন দুবাই বিমানবন্দরের সিইও পল গ্রিফিথস।মানবজমিন

0Shares

COMMENTS