আইফেল টাওয়ারে বোমার হুমকি

অজ্ঞাত ব্যক্তি টেলিফোনে বোমা হামলার হুমকি দেয়ার পর প্যারিসের পুলিশ আইফেল টাওয়ার খালি করে দিতে বাধ্য হয়। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় এই স্থাপনায় বোমা হামলার হুমকির পর শনিবার রাতে পুলিশ প্রায় ১ হাজার ৪০০ লোককে সরিয়ে নেয়। পুলিশ এরপর এই স্থাপনাটিতে প্রশিক্ষিত কুকুর দিয়ে তল্লাশি চালায় এবং নিরাপত্তা বলয় গড়ে তোলে। নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, তবে সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। দুই মাস আগে মালিতে আল কায়দা সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পর সন্ত্রাসী হামলার আশঙ্কায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফরাসি সরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আইফেল টাওয়ারে এর আগেও এ ধরনের হুমকি এসেছে এবং টাওয়ারটি খালি করে দেয়া হয়েছে। গত বছর অন্তত একবার এবং ২০১১ সালে অন্তত দু’বার স্থাপনাটি খালি করা হয়। ৩২৪ মিটার উঁচু আইফেল টাওয়ার সারা দুনিয়ার পর্যটকদের অন্যতম গন্তব্য। প্রতি বছর লাখ লাখ লোক স্থাপনাটি পরিদর্শন করে থাকেন। সূত্র : আলজাজিরা/আমার দেশ