Saturday - March 15, 2025 2:29 AM

Recent News

বাংলাদেশের টেলিভিশন চ্যানেল একুশের জন্য ডয়েচে ভেলের ‘অন্বেষণ’

জার্মানির আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এবার বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছে। নাম ‘অন্বেষণ’। রেডিওর জন্য বাংলা অনুষ্ঠান নির্মাণ করে এলেও ‘অন্বেষণ’ ডয়েচে ভেলের প্রথম টিভি অনুষ্ঠান। এটি প্রচারিত হবে একুশে টেলিভিশনে। এই অনুষ্ঠানের প্রচার উপলক্ষে আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত অ্যালব্রেখট কনিয়ে, ডয়েচে ভেলের দক্ষিণ এশিয়া প্রসার বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ ও বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ, একুশের টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম প্রমুখ। ‘অন্বেষণ’ অনুষ্ঠানে পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লাইফ স্টাইল—এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে জার্মানি তথা ইউরোপের গবেষণা তুলে ধরা হবে। পাশাপাশি বাংলাদেশ তথা এশিয়ার অন্যান্য দেশ এমনকি সারা বিশ্বের গবেষণা থেকে নানা বিষয় তুলে ধরবে ‘অন্বেষণ’। জার্মানির রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ অর্থনীতির দিক থেকে একটি উদীয়মান দেশ। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিষয়ে ধারণা বাড়াতে জার্মানি বিশ্বব্যাপী কাজ করছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে এসব বিষয়ে বিশেষভাবে পাঠদান করা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদেরও আমরা সে সুযোগ দিতে চাই।’ ডয়েচে ভেলের দক্ষিণ এশিয়া প্রসার বিভাগের কর্মকর্তা টোবিয়াস গ্রোটে-বেভারবর্গ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা ৪০ বছর ধরে বাংলা অনুষ্ঠান প্রচার করছি। স্থানীয় বিষয়গুলো গুরুত্ব দিয়ে টেলিভিশন সম্প্রচার ‘অন্বেষণ’ হলো তারই যুক্তিযুক্ত ফল। বাংলাদেশে ডয়েচে ভেলের অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে এটি একটি মাইলফলকও মনে করছি।’ ‘অন্বেষণ’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দেবারতি গুহ। তিনি জানান, সর্বাধুনিক বৈজ্ঞানিক গবেষণা ছাড়াও লাইফ স্টাইল অংশে দৈনন্দিন জীবনের নানা খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে ‘অন্বেষণ’ অনুষ্ঠানে। জার্মানি ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যে সাংস্কৃতিক তারতম্য রয়েছে, তাও থাকবে ‘অন্বেষণ’ অনুষ্ঠানে। আবদুস সালাম বলেন, ‘পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লাইফ স্টাইল-বিষয়ক “অন্বেষণ” খুবই চমত্কার একটি অনুষ্ঠান হবে। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।’ ‘অন্বেষণ’ অনুষ্ঠানের প্রথম পর্ব ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে। এ ছাড়া, রোববার রাত দেড়টা ও বেলা সাড়ে তিনটায় পুনঃপ্রচার করা হবে।প্রথম আলো

0Shares

COMMENTS