আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে দামোদর মাস উদযাপন শুরু

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী– গত নয় অক্টোবর, রবিবার সন্ধ্যায় নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে প্রবাসী কৃষ্ণ ভক্তদের উদ্যোগে প্রাণের আমেজে “দামোদর মাস” উদযাপন শুরু হয়েছে।
দামোদর মাস সনাতন ধর্মালম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস হিসাবে খ্যাত। এই মাস ত্যাগের মাস হিসেবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা একগুণ করলে সহস্রগুণ ফল লাভ করা যায় ।
লক্ষ্মী পূর্নিমা থেকে দামোদর ব্রতের মাস শুরু হয়।
প্রত্যেকটা মাসের মধ্যে এই কার্তিক দামোদর মাসটা ভগবানের অতি প্রিয় মাস। অন্য সব মাসে যে যাই করুক সমস্যা নাই, কিন্তু এই মাসে যদি কেউ এই ব্রত পালন না করে তাহলে তার মুক্তির আর কোন পথ নাই। সে অনন্তকাল নরকযন্ত্রণা ভোগ করবে ।
কার্তিক মাস সনাতনী ধর্মাবলম্বীদের ত্যাগের মাস বা দামোদর মাস। কার্ত্তিক মাস শ্রীহরির সেবার মাস, কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগণের কাছে অতীব মাহাত্ম্যপূর্ণ একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকূল যে কোন কার্যই সহস্রগুণ অধিক ফল দান করে। ভক্তি ভরে স্বল্প পরিমাণ ভগবদ্ সেবা সম্পাদন করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীত হন। বিশেষ করে কার্তিক মাসের অন্যতম একটি ভগবৎ সেবা হচ্ছে ভগবানের মন্দিরে বা গৃহমন্দিরে ভগবানের উদ্দেশ্যে দীপদান। এই সম্বন্ধে বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে, এই মাসে শ্রীহরি মন্দিরে দীপ দান করলে তাকে আর এই জন্ম মৃত্যুময় জগতে ফিরে আসতে হয় না।
“শ্রীহরিভক্তিবিলাস” গ্রন্থের ১৬শ বিলাস অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে, কার্তিক মাসে দেবালয়ে ভক্তিভাবে দীপদান, অখন্ড দীপাবলীর আয়োজন, বাড়িতে বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান করলে ভগবান শ্রীহরি প্রীতি লাভ করেন।
কার্তিক বা দামোদর মাসের গুরুত্ব আরোপ করতে গিয়ে শ্রীল প্রভুপাদ বলেন, “এই পবিত্র মাসে যারা ভগবান শ্রীদামোদরের উদ্দেশ্যে ভক্তিসহকারে ভগবানের আনন্দ বিধানের জন্য প্রদীপ নিবেদন করে, তাদের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়ে হৃদয়ে জ্ঞানপ্রদীপ প্রজ্জ্বলিত হয় এবং সমস্ত কলুষতা থেকে মুক্ত হয়। অবশেষে মানব জীবনের চরম উদ্দেশ্য কৃষ্ণভক্তি লাভ করে গোলোকে গতি লাভ হয়।”
“দামোদর মাস” পালন উপলক্ষে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ভক্তিভাবে দীপদান, অখন্ড দীপাবলীর আয়োজন, বাড়িতে দীপমালা সজ্জা ও আকাশ প্রদীপ দান, পবিত্র ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ, জপমালা, সমবেত প্রার্থনা,ভজন, কীর্তন, প্রসাদ বিতরন ইত্যাদি।
নয় অক্টোবর, রবিবার আটলান্টিক সিটির একটি ভেনুতে অনুষ্ঠিত দামোদর মাস উদযাপন অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, বাচিক শিল্পী প্রদীপ দে, দীপংকর মিত্র , সংগীত শিল্পী তৃপ্তি দাশ, মেরি দে, গঙ্গা সাহা, লাকী চৌধুরী, রুমি মল্লিক, সুমি মজুমদার, বাচিক শিল্পী প্রদীপ দে , নিঝুম দে, পদ্ম দে প্রমুখ অংশগ্রহন করেন।
গত দশ অক্টোবর, সোমবার বাচিক শিল্পী প্রদীপ দে ও তাঁর সহধর্মীনি মেরি দের উদ্যোগে স্হানীয় হিন্দু মন্দিরে দামোদর মাস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
দামোদর মাস পালন উপলক্ষে কৃষ্ণভক্তদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের
ব্রম্মচারি শুভানন্দ দাস উপস্থিত থেকে কৃষ্ণভক্তদের কৃতার্থ করেন।এছাড়া কৃষ্ণ ভক্ত ব্রেন্ডনও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।