Monday - April 29, 2024 3:25 AM

Recent News

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কবি মুক্তাদির চৌধুরী তরুণের ইন্তেকাল

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কবি ও সংগঠক মুক্তাদির চৌধুরী তরুণ আর নেই। তিনি ২৬ মার্চ লসএঞ্জেলেসের সিডার সাইনাই হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি একমাত্র পুত্র এবং অসংখ্য বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের মেধাবি ছাত্র তরুণ যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউটের সিনিয়র সায়েন্টিস্ট ছিলেন। তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে ক্রপ সায়েন্সে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছিলেন।
তরুণের ঘনিষ্ঠ বন্ধু বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী কাদেরি কিবরিয়া জানান, ২৮ মার্চ লসএঞ্জেলেসে মসজিদে জানাজা শেষে সেখানকার মুসলিম গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
বিক্রমপুরের সন্তান মুক্তাদির চৌধুরী তরুণ ৩২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসতি গড়েন। তিনি লসএঞ্জেলেসস্থ বাংলাদেশ রাইটার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ছিলেন।

0Shares