Saturday - April 27, 2024 1:28 PM

Recent News

নিউইয়র্কে ৪০টি সংগঠন নিয়ে বাংলাদেশ সোসাইটির একুশে উদযাপন (ভিডিও সহ)

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রায় ৪০টি সংগঠন নিয়ে উদযাপন করা হয় উডসাইডের তিব্বতী কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হয় বিকাল ৫টা থেকে। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহিদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিক, গ্লোবাল পিস অ্যামব্যাসেডর, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাউন্টেন ব্যাটালিয়ন কমা-ার স্যার ড. আবু জাফর মাহমুদ। বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী।
শহীদ দিবসটি সফল করার জন্য ফারুক চৌধুরীকে আহবায়ক, নওশেদ হোসেনকে প্রধান সমন্বয়কারি ও মাইনুল উদ্দীন মাহবুবকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ২০টি সংগঠনের সদস্য নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, একাং কিকা নাটকসহ সাংস্কৃতিক পর্বে অংশ নেন।

0Shares