Saturday - May 4, 2024 9:43 PM

Recent News

নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল ২১ এপ্রিল, আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ জসীম উদ্দীনের সদস্যপদ বাতিলের দাবি

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য জসীম উদ্দীন ওরফে ইমদাদুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আসন্ন নিউইয়র্ক স্টেট বিএনপি সম্মেলন-২০২৪ থেকে সদস্যপদ বাতিল ও ভোটাধিকার থেকে নামকর্তনের দাবি জানিয়েছেন ১১ জন প্রার্থীর ৬ জনই। ৩০ মার্চ শনিবার নিউইয়র্ক স্টেট বিএনপি সম্মেলনের নির্বাচন কমিশন বরাবর পাঠানো এক চিঠিতে তাঁরা এই দাবি জানান। নিউইয়র্ক স্টেট বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল। জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলবে। চিঠিতে বলা হয়, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সদস্য জসীমউদ্দীন ওরফে ইমদাদুল ইসলাম সদস্য নাম্বার ৩৮, আজ অব্দি নিউইয়র্ক স্টেট তথা যুক্তরাষ্ট্রের বিএনপির কোন কার্যক্রমে তাকে দেখা যায়নি। শুধুমাত্র কারও ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাকে নিয়ে আসা হয়েছে। ওনার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগ সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। ওনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ পর্যন্ত বিএনপির কোন কার্যক্রম পাওয়া যায়নি। চিঠিতে আরও বলা হয়, বিগত বুধবার ২৫ মার্চ নিউইয়র্কে একটি আওয়ামী লীগের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থেকে ব্যারিস্টার সুমনের বক্তব্য তিনি লাইভ করেন। যার প্রমাণ সংযুক্ত করা হয়েছে বলে অভিযোগ কারীরা দাবি করেন।
নিউইয়র্ক ষ্টেট বিএনপির দুই সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন ও রিয়াজ মাহমুদ জসিম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধ আমরা আওয়ামী লীগ সংশিষ্টতার তথ্য প্রমান পেয়েছি। সে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তাই তাকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি। সম্মেলন কমিটির প্রধান নির্বাচন কমিশনার কাওচার আহমেদ অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন অভিযোগ পাননি বলে মন্তব্য করে। একই সাথে সম্মেলন করতে কোন প্রকার চাপে থাকার বিষয়ে বলেন আমার দায়িত্ব অবাধ সুষ্ঠ সম্মেলন সম্পন্ন করা। সেই চেষ্টা অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনে আরো রয়েছেন মাহবুবুর রহমান মুকুল, নীরা রব্বানি, আমিনুল ইসলাম চৌধুরি।

0Shares

COMMENTS