Sunday - May 5, 2024 1:02 AM

Recent News

ইউনিটি ফর কুলাউড়া নেট এর কমিটি গঠন

প্রত্যেক মানুষকেই নেটের আওতায় নিয়ে আসতে হবে। এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করল ইউনিটি ফর কুলাউড়া নেট। ডিজিটাল বিষয়কে সামনে রেখে গতকাল বুধবার কুলাউড়া মিলিপ্লাজায় কম্পিউটার মালিক ও ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ে এক সভা অনুষ্টিত হয়। সভায় মোঃ আহমদ আলী জুয়েলকে সভাপতি , মোঃ আতিকুর রহমান লিটু সম্পাদক , জয়নুল হক সাংগঠনিক ও তুহিন আহমদ পায়েল কে প্রচার সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট ইউনিটি ফর কুলাউড়া নেট এর কমিটি গঠন কারা হয় । এ ছাড়া চেয়াম্যান সিরাজ উদ্দিন আহমদ বাদশাহ,কমর উদ্দন আহমদ কমরু, সাংবাদিক খালেদ পারভেজ বখ্শ ,সাংবাদিক ময়নুল হক পবন, শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী,ব্যবসায়ী আব্দুল মুমিন হাসান কে উপদেষ্টা করা হয়েছে ।

সভায় বক্তারা বলেন সরকারের পাশাপাশি আমরা সচেতন তরুন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি বর্গকে নিয়ে আমাদের এই ডিজিটাল ইউনিটি ফর কুলাউড়া নেট উদ্যোগ গ্রহন করেছি । মোবাইলের পাশাপাশি একটি করে ইমেইল আইডি থাকার অঙ্গীকার নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। জনপ্রতি ইমেইল আইডি বাসত্মবায়নের লক্ষ্যে এ পর্যনত্ম আমরা ৩২০ জনের নামে বিনামুল্যে নিজস্ব আইডি খোলে দেয়া হয়েছে ও এ কর্মসূচী অব্যাহত আছে। শ্রমজীবি, কর্মজীবি, চাকুরীজীবি, প্রবাসী, গ্রামীণ সকল শ্রেণীর মানুষ এর আওতাভূক্ত রয়েছে। আমরা মনে করি প্রত্যেক মানুষের একটি করে মেইল আইডি থাকলে যেকোন ধরনের ডকুমেন্ট, খবর ও প্রয়োজনীয় যাবতীয় যোগাযোগ নিজস্ব মেইল আইডির মাধ্যমে কম খরচে করতে পারবে। এজন্য তাদেরকে অন্যের উপর নির্ভর করতে হবে না। প্রবাসীদের পাঠানো গুরুত্বপূর্ন ডকুমেন্ট গ্রহীতা সহজেই পেতে পারবেন এবং এটি নিরাপত্তার দৃষ্টিতে অধিকতর নিরাপদ। আমাদের এই কর্মসূচী সফল বাসত্মবায়নের জন্য কুলাউড়াবাসী সর্বসত্মরের জনসাধারনের সহযোগিতা কামনা করছি।

0Shares