Friday - April 25, 2025 9:01 PM

Recent News

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত (ভিডিও)

নিউইয়র্কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত (ভিডিও)

https://www.facebook.com/USANewsNY/videos/1052665182216682

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স ফোরাম’র সমন্বয়কারী আশিক মাহমুদ ও আব্দুর রহিম দিপু।

অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সফররত এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) এর যুগ্ম আহ্বায়ক এডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, প্রবীণ রাজনীতিক ডা. মুজিবুর রহমান মজুমদার, লংআ্যইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড. শওকত আলী, গণমাধ্যম ব্যক্তিত্ব কাজী জেসিন, প্রবীণ সাংবাদিক মাইনউদ্দিন নাসের,

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু ও সাবেক কোষাধক্ষ জসিম উদ্দীন ভুইয়া, মহনগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সভাপতি সামসুল ইসলাম মজনু, প্রবাসী বরিশাল সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, ৯৩ আমেরিকা’র এডমিন গোলাম জাকারিয়া, রেজবুল কবির, জবি এলামনাই’র সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিএম টিভির সিইও আজাদ রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সমন্বয়কারী আশিক মাহমুদ বলেন, এ সংগঠনটি মুলত: বিভিন্ন বিশবিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং পেশাজীবীদের সমন্বয়ে গড়া। এটি একটি অলাভজনক সামাজিক সংগঠন। বাংলাদেশ বিষয়ে প্রবাসী আমেরিকানদের ভাবনা ও চিন্তা বিনিময় করাই এ সংগঠনের প্রধান কাজ। সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে নিয়মিত গবেষণাধর্মী রিপোর্ট প্রকাশনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আশিক মাহমুদ আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বর্ষ পূর্তিতে আমাদের আজকের এই আয়োজনের লক্ষ্য ‘নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে একটি বার্তা পৌঁছে দেয়া। আর তা হল আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র সামর্থকে

একটি সমষ্টিতে রূপ দেয়া। আমরা বাংলাদেশ নিয়ে ভীষণ ভাবে আশাবাদী। তিনি বলেন, আমেরিকায় থাকার কারণে গণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের এক ধরণের অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। আমরা যদি বাংলাদেশের নীতি

নির্ধারণী পর্যায়ে সঠিক ভাবে এসব অভিজ্ঞতার আদান-প্রদান করতে পারি তাহলে বাংলাদেশ এ থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে। বিশেষ করে আমেরিকাতে বাংলাদেশীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম যারা হয়ত বসবাসের জন্য আর দেশে

ফিরে যাবেন না, কিন্তু মূলের সাথে সম্পর্কের খাতিরে তারা তাদের যোগ্যতা ও সামর্থকে কাজে লাগাবে। এটা হয়ত সংখ্যা পরিমাপে সামান্য, কিন্তু এর ফল সুদূর প্রসারী হতে পারে।

সভায় কেমন হবে আগামীর বাংলাদেশ, বৈশ্বিক সক্ষমতায় কি হবে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশী নতুন প্রজন্ম ও প্রবাসীরা কিভাবে দেখছেন রাজনীতি ও অর্থনীতির গতিপথ ইত্যাদি বিষয়ের ওপর বিস্তারিত আলোকপাত করেন আলোচকরা। দেশের গণমাধ্যম, গণতন্ত্র, উন্নয়ন এসব বিষয়ও আলোচনায় ওঠে আসে।

44Shares