Tuesday - May 6, 2025 12:23 AM

Recent News

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপনে যুক্তরাষ্ট্র বিএনপির ৫০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপনে যুক্তরাষ্ট্র বিএনপির ৫০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

ইউএসএনিউজঅনলাইন.কম : অবশেষে বাংলাদেশের ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যুক্তরাষ্ট্র বিএনপির ৫০১ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ১৬ দিন পর এ কমিটি পেয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদকে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে জিল্লুর রহমান জিল্লুকে কনভেনর এবং মিজানুর রহমান মিল্টন ভূইয়াকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়। গিয়াস আহমেদকে একইসাথে যুক্তরাষ্ট্র সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম কনভেনরেরও দায়িত্ব দেয়া হয়েছে। কমিটিতে শরাফত হোসেন বাবু সহ যুগ্ম কনভেনরের সংখ্যা ৪৭ এবং মোশাররফ হোসেন সবুজ সহ যুগ্ম সদস্য-সচিবের সংখ্যা হচ্ছে ২৮। ডা. মুজিবর রহমান মজুমদার, আব্দুল লতিফ স¤্রাট সহ ৫০১ সদস্যের কমিটিতে বাকীরা সদস্য।

কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন খোকন এবং সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিন।

১২ এপ্রিল সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেস পার্টি হলে সমবেত নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়ালে লসএঞ্জেলেস থেকে এই আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় উদযাপন কমিটির সদস্য-সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এতে লন্ডন থেকে যোগদেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক (যুক্তরাষ্ট্র বিষয়ক) আনোয়ার হোসেন খোকন।এমএ সালাম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি এক বছর বহাল থাকবে। এই কমিটি মিলেমিশে কাজ করলে পরবর্তীতে যুক্তরাষ্ট্র কমিটির ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৯ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হলেও এখন পর্যন্ত কোন কমিটির অনুমোদন দেয়া হয়নি। সর্বশেষ আবদুল লতিফ (সম্রাট) ও জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বাধীন কমিটি কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়ার পর আর নতুন কমিটি গঠন করা হয়নি। এমনি অবস্থায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির ঘোষণা আসলো কেন্দ্র থেকে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পুর্তিতে বছরব্যাপী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশে ও প্রবাসে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিএনপি। উদযাপন কমিটির ঘোষণার পর যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য, করোনা মহামারি থেকে পরিত্রাণ সহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দানকারীদের জন্য বিশেষ দোয়া করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইয়াদ মৌলানা আনসারুল করীম আল-আযহারী। জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুস সালাম জানান, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি বছরব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে।

সেই কর্মসূচীর অংশ হিসেবে বিদেশেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠন করা হচ্ছে। তিনি বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসেও দলীয় নেতা-কর্মীদের আন্দোলনের পরিপূরক কর্মসূচিও চালাতে হবে। এজন্য ইউএস কংগ্রেস,

হোয়াইট হাউজ, জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে দেন-দরবার বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কর্মসূচী অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কমিটি ঘোষণার পর অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নব মনোনীত কনভেনর জিল্লুর

রহমান জিল্লু, সিনিয়র যুগ্ম কনভেনর গিয়াস আহমেদ, যুগ্ম কনভেনর শরাফত হোসেন বাবু, সদস্য সচিব মিজানুর

রহমান ভুইয়া মিল্টন, মোস্তফা কামাল পাশা বাবুল, ফিরোজ আহমেদ, মওলানা আতিকুল্লাহ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি

জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন প্রমুখ।

এসময় বক্তারা এই কমিটির মাধ্যমে বড় ধরনের শো-ডাউনের সংকল্প ব্যক্ত করে বলেন, আজ থেকে আমাদের মাঝে আর

কোন বিভেদ-বিভক্তি, গ্রুপিং থাকবে না। যুক্তরাষ্ট্র বিএনপি’র একটি ব্যানারে ঐক্যবদ্ধভাবে কাজ করবো আমরা।

4Shares