Thursday - May 16, 2024 10:36 PM

Recent News

নিউইয়র্কে ঢাকা এ্যাটাক : বিদেশের মাটিতে প্রিয় জন্মভূমির সিনেমা দেখতে পাওয়া অত্যন্ত আনন্দময় ঘটনা

নিউইয়র্কে ঢাকা এ্যাটাক : বিদেশের মাটিতে প্রিয় জন্মভূমির সিনেমা দেখতে পাওয়া অত্যন্ত আনন্দময় ঘটনা

মনিজা রহমান : নিউইয়র্কের মাটিতে এই প্রথম মুভি থিয়েটারে গিয়ে কোন বাংলাদেশের সিনেমা দেখলাম। সিনেমার নাম ঢাকা এ্যাটাক। সিনেমাটি দেখতে গিয়ে বুঝলাম, পুরো কাহিনীতে কেবল বাংলাদেশের পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করারই সমস্ত আয়োজন। বিষয়টা এত বেশী প্রকট করে দেখানো হয়েছে, মাঝে মাঝে বিরক্ত লাগছিল। পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তাকে দেখলাম সিনেমাতে অভিনয়ও করলেন। তবে নিজের পেশায় নয়, পত্রিকার সম্পাদক হিসেবে। বাংলাদেশের মানুষের কাছে এক আশ্চর্য্য কার‌নে পুলিশের ইমেজ তেমন ইতিবাচক নয়। তারা অনেক বেশী আস্থা রাখে সেনাবাহিনীর ওপর। অথচ পৃথিবীর উন্নত দেশে সেনাবাহিনী নিয়ে কেউ মাথা ঘামায় না। পুলিশই তাদের প্রথম ও প্রধান ভরসাস্থল। পুলিশদের নিয়ে আকছার মুভি ও টিভি সিরিয়াল হয়।অনেক অসঙ্গতি থাকলেও ঢাকা এ্যাটাক সিনেমাটিতে একটা কাহিনী ছিল। যেটা আমার ভালো লেগেছে। তবে নায়িকার অতিরিক্ত ন্যাকামি, চট্টগ্রামের মেজবানে টিকাটুলির অভিসার সিনেমা হলের গান, মূল ভিলেনের ছোটবেলার চেহারার সাথে বড়বেলার কোন মিল না থাকা দৃষ্টিকটু লেগেছে। আর মনে হয়েছে সব কিছুতেই খুব তাড়াহুড়ো। একটা ঘটনা থেকে আরেকটা ঘটনায় দ্রুত যাবার চেষ্টা।

তবে বিদেশের মাটিতে প্রিয় জন্মভূমির সিনেমা দেখতে পাওয়া অত্যন্ত আনন্দময় ঘটনা। বিশেষ করে ‘টিকাটুলির মোড়ে এক হল রয়েছে’ গানটা শুনতে শুনতে নষ্টালজিক হয়ে গেলাম প্রচন্ডভাবে। টিকাটুলির সেন্ট্রাল উইমেন্স কলেজে পড়ার সময়, অনেকবার ক্লাস ফাঁকি দিয়ে অভিসার হলে গিয়ে সিনেমা দেখেছি। জীবনের সেই সুখের দিনগুলি মনে পড়ে গেল!

0Shares

COMMENTS