Thursday - May 2, 2024 11:14 PM

Recent News

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরী অবস্থা ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরী অবস্থা ঘোষণা

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে শ শ ঘরবাড়ি পুড়ে গেছে। বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ার মদ প্রস্তুতকারক অঞ্চলে এই আগুন লাগার ফলে অন্তত ২০ হাজার মানুষকে অপসরণ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টিতে এই দাবানল প্রকট আকারে ছড়িয়ে পড়ছে। এতে একজন নিহত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরী অবস্থা জারি করেন।
গভর্নর থেকে আসা এক ঘোষণায় বলা হয়, ‘এই দাবানল বহু অবকাঠামো নষ্ট করছে এবং হাজার হাজার বাড়িঘরকে হুমকির মুখে ফেলে দিয়েছে, এবং তাই এই এলাকা ও আশেপাশের সকল বাসিন্দাদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।‘
এবিসি নিউজ জানায়, দমকলকর্মীরা আগুন নেভাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক্যালিফোর্নিয়ার বন এবং অগ্নি সুরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কিম পিমলোট জানান, ইতোমধ্যে এই দাবানলের জন্যে ১৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার রাতের এই দাবানলের উৎপত্তি কোথা থেকে তা এখনো জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার ৪৪ হাজার একর জমি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে ইতোমধ্যে। সূত্র : বিবিসি নিউজ

0Shares

COMMENTS