Friday - May 3, 2024 9:19 PM

Recent News

সাবেক এমপি নাজমুল হাসান জাহেদের মৃত্যুতে হবিগঞ্জ কল্যাণ সমিতির শোক

USA NEWS: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের সাবেক এমপি নাজমুল হাসান জাহেদ আর নেই। বংলাদেশে সোমবার রাত ৯টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে তিনি ইনেত্মকাল করেন (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধ্যকজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। হবিগঞ্জের কৃতিসনত্মান ও সাবেক এই এমপির মৃত্যুতে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক-এর সভাপতি সৈয়দ নাজমুল হাসান কোবাদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ পত্রিকায় প্রেরিত এক বিবৃতির মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। সমিতির আগামী ২১ আগষ্ট অনুষ্ঠিতব্য কার্য্যকরী কমিটির সভায় মরহুমের রম্নহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের সিদ্ধানত্ম তারা নিয়েছেন।

বিশিষ্ট শিল্পপতি নাজমুল হাসান জাহেদ-এর গ্রামের বাড়ী বানিয়াচং উপজেলা সদরের ১নং ইউনিয়নের কামালখানি মহলস্নায়। ২০০১ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে বানিয়াচং-আজমিরিগঞ্জ আসন থেকে নির্বাচিত সাবেক এই সাংসদ ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও প্রধান ব্যক্তিত্ব ফজলে হাসান আবেদের আপন বড় ভাই। তিনি ঢাকার খ্যাতনামা ব্যবসা প্রতিষ্ঠান পস্নান্টার্স বাংলাদেশ লিমিটেড, হাসান হোল্ডিং লিমিটেড ও বানিয়াচংয়স্থ আয়েশা আবেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি একসময় ন্যাশনাল টি কোম্পানীর চেয়ারম্যান, পরিচালক, টি বোর্ডের মেম্বার এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রধানমন্ত্রিত্বের সময় জাতিসংঘে পাকিসত্মানের প্রতিনিধি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জান্নাত আরা রম্নবি ও একমাত্র পুত্র ব্যারিষ্টার ইয়াসরিব জাহেদ হাসানকে রেখে যান।

0Shares

COMMENTS