Saturday - May 18, 2024 11:18 PM

Recent News

নিউইয়র্কে শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীকে নিয়ে সানন্দ সমাবেশ

নিউইয়র্কে শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীকে নিয়ে সানন্দ সমাবেশ

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরামের সভাপতি হুমায়ূন কবীর সঙ্গে সানন্দ সমাবেশ অনুষ্ঠিত হয় ৩০ অক্টোবর সোমবার সন্ধ্যায়। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে জন্মদিনের এই অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত প্রবাসী লেখক-সাংবাদিক ও সাংবাদিকদের এক মিলনমেলায় পরিনত হয়। শুরু হয় সানন্দ সমাবেশ। হুমায়ূন কবীর ঢালীর নিউইয়র্কের বন্ধুরাই এই অনুষ্ঠান আয়োজন করেন। সন্ধ্যা হতেই এক এক করে সবাই আসতে শুরু করেন। প্রায় তিন ঘন্টা ধরে চলা এই আড্ডা ছিল আনন্দমুখর। প্রাণবন্ত। অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিক সভাপতি কিংবা প্রধান অতিথি, বিশেষ অতিথি ছিল না। তবে লেখককে নিয়ে দুই প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ ও সাহিত্যিক ফেরদৌস সাজেদিন মঞ্চে অবস্থান করেন। এরপর এক এক করে অনেকেই ঢালীর লেখক ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনা করেন। আলোচনায় ঢালীর দেশে ফিরে যাওয়ার প্রসঙ্গও উঠে আসে। প্রায় সকলের বক্তব্যেই উঠে আসে হুমায়ূন কবীর ঢালী যেন বারবার নিউইয়র্কে আসেন।সানন্দ সমাবেশ আয়োজনের জন্য হুমায়ূন কবীর ঢালী নিউইয়র্কের বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতেও নিউইয়র্কে আসার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, অভিনেত্রী রেখা আহমেদ, কবি মাহবুব হাসান, কবি কাজী আতিক, লেখক ও গবেষক আহমাদ মাযহার, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, বর্ণমালা পত্রিকার সম্পাদক মাহফুজুর রহমান, লেখক ও প্রকাশক এবিএম সালেহউদ্দীন, সাংবাদিক আকবর হায়দার কিরন, ফটোসাংবাদিক নিহার সিদ্দিকী, কথাশিল্পী ও গীতিকার ইশতিয়াক রুপু, অভিনেত্রী শিরীন বকুল, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা, দেশকণ্ঠ পত্রিকার সম্পাদক দর্পণ কবীর, ছড়াকার মনজুর কাদের, কবি হাসানআল আবদুল্লাহ, সাহিত্য একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন, লেখক নাসরিন চৌধুরী, কবি কাজী জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আলমগীর খান আলম, কথাশিল্পী মনিজা রহমান, লেখক রিমি রুম্মান, কবি পলি শাহিনা, কবি উইলি মুক্তি, বাচিক শিল্পী গোপন সাহা, সংগঠক মনিকা রায়, কবি রাহাত কাজী শিউলী, কবি লুৎফা শাহানা, কণ্ঠশিল্পী মরিয়ম মারিয়া, কবি স্বপ্ন কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভ রায়, লোকগীতি শিল্পী বিনা মজুমদার, প্রবাসী মতলব সমিতির সভাপতি শাকিল মিয়া, সফিউদ্দিন মিয়া, গোবিন্দজি, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, রেফায়েত উল্লাহ, সংগঠক সাদেক শিবলী, প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনহাজ আহমেদ। নিহার সিদ্দিকী ও আকবর হায়দার কিরণের তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানের লাইভ প্রচার করেন কিরণ টিভি।

0Shares

COMMENTS