Sunday - May 19, 2024 5:07 PM

Recent News

নিউইয়র্কে সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত : বাঙালী সংস্কৃতির জয়গান

নিউইয়র্কে সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত : বাঙালী সংস্কৃতির জয়গান

ইউএসএ নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্কে সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের উদ্যোগে গত ৩০ মার্চ  অনুষ্ঠিত হয়ে গেল ব্যতিক্রমী সাংস্কৃতিক উৎসব। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নিউইয়র্ক সিটি কলেজের অ্যারোনাউ থিয়েটার হলে সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের বার্ষিক এ উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উৎসবে নিউইয়র্ক সিটি কলেজে অধ্যয়নরত বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছাত্র-ছাত্রীরা তাদের নিজ নিজ দেশের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরেন। পরিবেশন করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দেশীয় সাজে সজ্জিত হয়ে বাঙালী সংস্কৃতির স্বরূপ তুলে ধরেন বাঙালী ছাত্র-ছাত্রীরা। তাদের অনবদ্য পরিবেশনা হল ভর্তি দর্শক শ্রোতাদের বিমুগ্ধ করে।

উৎসব চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাউথ এশিয়ান ট্যালেন্ট ক্লাবের প্রেসিডেন্ট সাবরিন রহমান, ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাহিয়ান, ট্রেজারার হালিমা খালেক, সেক্রেটারী নাদিম আহমদ, ক্লাব কো-অর্ডিনেটর তাসনিম কাজী, মো: আর হাসান সাজিদ প্রমুখ। বক্তারা বলেন, আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে তুলে ধরাই ক্লাবের অন্যতম লক্ষ্য। বক্তব্যে তারা প্রবাসে বাঙালী সহ দক্ষিণ এশিয়ার সংস্কৃতিকে মূলধারার কাছে পরিচিত করারও অঙ্গিকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, তাসনিম কাজী। ইভেন্ট কমিটিতে ছিলেন , সাবরিন রহমান, ফয়সাল নাহিয়ান, হালিমা খালেক, নাদিম আহমদ ও মো: আর হাসান সাজিদ। ইভেন্ট কো-অর্ডিনেটর ছিলেন, রুহুল ইকরাম, ভ্যারান জে সিংহ ও মিরলেন্ড চেরী। মঞ্চ সজ্জায় শ্যামসিয়া জে শিবা। ভিডিও ধারনে, ফয়সাল নাহিয়ান এবং একুশে টেলিভিশন এর নিউইয়র্ক অফিসের রিজিওনাল চীপ রিপোর্টার মো: সাখাওয়াত হোসেন সেলিম।

সাউন্ড ও লাইটিংয়ের দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার সাইফ এবং ফ্যাশন শো মেকাপে ছিলেন সামিহা।

অনুষ্ঠানে নিউইয়র্ক ও আশেপাশের এলাকার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। যোগ দেন অন্যান্য কমিউনিটির লোকেরাও।

Photo Credit: Chowdhury Linia Nazmi

0Shares

COMMENTS