Saturday - May 18, 2024 8:35 PM

Recent News

বিশ্বে শীর্ষ শক্তিধর নারী নেত্রী অ্যাঙ্গেলা মারকেল, ৩০ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফোরবস ম্যাগাজিনে ‘পাওয়ার ওমেন’ তালিকা প্রকাশ

বিশ্বে শীর্ষ শক্তিধর নারী নেত্রী অ্যাঙ্গেলা মারকেল, ৩০ নম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ফোরবস ম্যাগাজিনে ‘পাওয়ার ওমেন’ তালিকা প্রকাশ

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোরবস ম্যাগাজিনে ২০১৭ সালে বিশ্বের ‘পাওয়ার ওমেন’ তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় বিশ্বে শীর্ষ শক্তিধর নারী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। দ্বিতীয় বৃটেশ প্রধানমন্ত্রী তেরেসা মে। তিন নম্বর শক্তিধর নারী হলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি মেলিন্ডা গেটস। এ তালিকায় ৩০ নম্বর শক্তিধর নারী হিসেবে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২৯ টি দেশের একশত নারীকে এ তালিকায় এনে তাদের ওপর জরিপ চালায় ফোরবস। এক্ষেত্রে প্রাধান্য দেয়া হয় রাজনীতি, ব্যবসায়, প্রযুক্তি ও মানবসেবার মতো খাত। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘লেডি অব ঢাকা’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এতে বলা হয়েছে, মিয়ানমারের নেত্রী অং সান সুচির ঠিক বিপরীত অবস্থানে গিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন ‘লেডি অব ঢাকা’। তিনি শরণার্থীদের জন্য বরাদ্দ দিয়েছেন ২০০০ একর জমি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় চালানো হয়েছে বাংলাদেশে গণহত্যা। রাষ্ট্রের (পাকিস্তান) পক্ষ থেকে ওই গণহত্যা অনুমোদন দেয়া হয়েছিল। নিজের দেশের সেই পরিণতির কথা সামনে এনে শেখ হাসিনা তার দেশে এসব শরণার্থীদের আশ্রয় দিয়ে যে মূল্য দিয়েছেন তার জন্য তিনি গর্বিত। এর মধ্যে রয়েছে শরণার্থীদের দেয়া পরিচয় পত্র ও শিশুদের টীকাদান। বাংলাদেশের প্রধানমন্ত্রী এ তালিকায় মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে পিছনে ফেলে দিয়েছেন। শেখ হাসিনা অবস্থান করছেন ৩০ নম্বরে। অং সান সুচি ৩৩ নম্বরে। ওই তালিকার শীর্ষ দশজন নারী নেত্রী হলেন জার্মানির অ্যাঙ্গেলা মারকেল, বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মেলিন্ডা গেটস, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিদ শেরিল স্যান্ডবার্গ, যুক্তরাষ্ট্রের আরেক জন মেরি বারা, সুসান উওজকিকি, আবিগেইল জনসন, ফ্রান্সের অর্থনীতিবিদ ক্রিস্টিন লগার্ড, স্পেনের আনা প্যাট্রিসিয়া বোটিন, যুক্তরাষ্ট্রের গিনি রোমেট্টি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। এতে শক্তিশালী নারীদের মধ্যে এক নম্বরে থাকা জার্মান চ্যান্সেলর সম্পর্কে বলা হয়েছে, তিনি আরো একবার এ তালিকার শীর্ষে উঠে এসেছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নকে একসূত্রে গেঁথে রাখার মূল নেত্রী। এ বছর তার দেশে জাতীয় নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হয়। তাতে তিনি বিজয় ধরে রেখেছেন। প্রত্যাশা করা হচ্ছে, তিনি ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য স্থির রাখবেন। সামনেই ব্রেক্সিট ঝড়, ইউরোপে বাড়তে পারে অভিবাসন বিরোধী সেন্টিমেন্ট। তার মাঝেই তিনি টিকে থাকার চেষ্টা করবেন। তিনি চেষ্টা করছেন জার্মানির অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের জন্য। উল্লেখ্য, এ তালিকায় ঠাঁই পান নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্ত্রী, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। তবে স্থান পেয়েছেন তাদের কন্যা ইভানকা ট্রাম্প। তিনি অবস্থান করছেন ১৯ নম্বরে। বেশ কিছু বিনোদন জগতের নারী তালিকায় রয়েছেন। 

0Shares

COMMENTS