Thursday - May 2, 2024 8:13 AM

Recent News

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিংস টাইম শেষ হচ্ছে : ঘড়ির কাঁটা পেছাতে হবে ৫ নভেম্বর রোববার ভোর ২টায়

যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিংস টাইম শেষ হচ্ছে : ঘড়ির কাঁটা পেছাতে হবে ৫ নভেম্বর রোববার ভোর ২টায়

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বর রোববার থেকে ডেলাইট সেভিংস টাইম শেষ হচ্ছে। তাই এদিন ভোর রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ১টা বাজাতে হবে। অর্থাৎ তখন থেকে শুরু হবে স্ট্যান্ডার্ড টাইম টেবল। স্ট্যান্ডার্ড টাইম টেবল শুরু হওয়ার পর নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখন সময় হবে রাত ১১টা। দিনের আলোকে কাজে লাগাতে ‘ডে লাইট সেভিংস টাইম’ টেবল ১২ মার্চে শুরু হয়েছিল। ৫ নভেম্বর তা শেষ হয়ে যাবে।

0Shares

COMMENTS