Thursday - May 2, 2024 4:30 PM

Recent News

সরাবিশ্বে ৪ দশকে শিশুদের শারীরিক স্থূলতা বেড়েছে দশগুণ : ডাব্লিউএইচও

সরাবিশ্বে ৪ দশকে শিশুদের শারীরিক স্থূলতা বেড়েছে দশগুণ : ডাব্লিউএইচও

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সরাবিশ্বে গত ৪০ বছরে শিশু এবং কিশোর ছেলে-মেয়েদের মধ্যে শারীরিক স্থূলতা বেড়েছে দশগুণ। যেখানে ১৯৭৫ সালে বিশ্বে স্থূলশিশুর সংখ্যা ছিলো ৬০ লাখের মতো, সেখানে ২০১৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটিতে।
শিশুদের শরীরিক স্থূলতা সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
স্থূলশিশুদের নিয়ে এক নতুন রিপোর্টে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বব্যাপী প্রায় ৭৫ লাখ কিশোরীকে অবৈধভাবে বিয়ে দেওয়া হয়। এসব দেশসমূহে আইনের বাইরে গিয়ে বাল্যবিয়ে দেয়া হয়।
যে দেশগুলোতে বাল্যবিয়ের প্রবণতা বেশি সেসব দেশের মধ্যে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশ। যেখানে অধিকাংশ পরিবারই দরিদ্র। প্রথমত, তারা স্কুল থেকে ঝরে পড়ে এবং বিয়ে হওয়ার পরে দ্রুত গর্ভধারণ করে। সূত্র : বিবিসি বাংলা

0Shares

COMMENTS