Saturday - May 4, 2024 8:16 PM

Recent News

নিউইয়র্কে মুনা’র “চিলডেন্ট ট্যালেন্ট শো”

নিউইয়র্কে মুনা’র “চিলডেন্ট ট্যালেন্ট শো”

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) “চিলডেন্ট ট্যালেন্ট শো” মুনা শিশু সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিন পর্বে সাজানো আনন্দঘন এ অনুষ্ঠানের শুরুতে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্গক প্রতিযোগিতা। এতে প্রায় দেড়শতাধিক শিশু-কিশোর অংশগ্রহন করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এতে বিভিন্ন গ্রুপে পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ, নাত, ইসলামিক সঙ্গীত, কৌতুক প্রতিযোগিতায় অংশগ্রহন করেন সালসাবিন শিল্পী গোষ্ঠি, উই আর ইউনিক শিল্পী গোষ্ঠি, আন নজম শিল্পী গোষ্ঠি ও রাদিয়া শিল্পী গোষ্ঠি।দ্বিতীয় পর্ব ছিল উম্মাহ শিল্পী গোষ্ঠির পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠি সাবেক পরিচালক ইকবাল হোসাইন জীবন ও উম্মাহ শিল্পী গোষ্ঠির পরিচালক ডা: আতাউল গণি ওসমানীসহ অন্যান্য শিল্পীরা। তাদের দারাজ কন্ঠের ইসলামী গান আগত দর্শকরা আনন্দসহকারে উপভোগ করেন। বেলা সাড়ে তিনটায় মাওলানা জুনায়েদ হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবু আহমেদ নুরুজ্জামান, নিউইয়র্ক সাউথ জোন সভাপতি আবু উবাইদা, উম্মাহ শিল্পী গোষ্টির পরিচালক ডা: আতাউল ওসমানী। স্বাগত বক্তব্য রাখেন, শো উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ রাশেদুজ্জামান। পরিচালনা করেন যুগ্ম আহবায়ক প্রফেসর দেলোয়ার হোসেন মজুমদার।
উল্লেখ্য, মুনা প্রতিবছর বিভিন্ন শাখায় শিশু-কিশোর জন্য ট্যালেন্ট শো, শিশু মেলার আয়োজন করে থাকে। জ্যাকসন হাইটসে চিলডেন্ট ট্যালেন্ট শো ছিল ব্যতিত্রুমধর্মী। এ অনুষ্ঠানের আগেই দুই গ্রুুপে ছিল ইসলামি কুইন্স প্রতিযোগিতা। দুই গ্রুপে প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করছে বলে জানা যায়। ট্যালেন্ট শোতে আগত দর্শকদের সাথে আলাপচারিতায় জানা যায়, প্রবাসে অনেকে ধরনের সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। শুধুমাত্র শিশু-কিশোর জন্য ব্যতিত্রুমধর্মী অনুষ্ঠান হওয়ায় তাদের পরিবার-পরিজনদের নিয়ে আসেন অনুষ্ঠান উপভোগ করতে। বাবা-মা’র সাথে শো’তে আসতে পেরে বেজায় আনন্দ উপভোগ করেছে প্রজন্মের শিশু-কিশোররা। কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামিক সঙ্গীত শুনার পাশাপাশি বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেন তারা ।

0Shares