Sunday - May 5, 2024 9:01 AM

Recent News

আইডিসি গ্রুপ ফান্ড রেইজিং মিটিং এর মিলন মেলায় মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব ইমাম কাজী কায়্যূমের

আইডিসি গ্রুপ ফান্ড রেইজিং মিটিং এর মিলন মেলায় মুসলিম কমিউনিটির প্রতিনিধিত্ব ইমাম কাজী কায়্যূমের

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আইডিসি বা ইনডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক কনফারেন্স আমেরিকার ২০১৬ নির্বাচনোত্তর একটি রাজনৈতিক সংগঠন। যা পরাজিত ডেমোক্রেটদেরকে কোনঠাসা করা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যেই গঠিত হয়। বর্তমানে স্টেট সিনেটর জেফ ক্লেইন এর নেতৃত্বে আইডিসি খুব ভালই করছে। ইউএস সিনেটে তাদেরকে সাধারণ ডেমোক্রেটদের চেয়ে বেশী মূল্যায়ন করা হচ্ছে। ৮জন এমন সিনেটরের একজন হলেন নিউইয়র্ক-১৩ ডিস্ট্রিক্ট এর অত্যন্ত বলিষ্ঠ সিনেটর জোসে পেরালল্টা। তার জেলাধীন বাসীন্দাদের কল্যাণে দেরী না করেই তিনি যোগ দেন রাজনৈতিক সংগঠন আইডিসি-তে। প্রথম প্রথম তার অন্ধ বিশ্বাসী ডেমোক্রেট ভোটারদের দ্বারা কিছুটা সমালোচনার শিকার হলেও এখন তার সমর্থনকারীরা একথা বুঝতে সক্ষম হয়েছে যে, পেরালল্টা আমাদের কল্যাণের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন তা ঠিকই নিয়েছেন। গত বুধবার, ৪ঠা অক্টোবর ২০১৭ তাদের গ্রুপের এক ফান্ড রেইজিং ও মিলন মেলার পার্টিতে নিউইয়র্কের বিশিষ্ট সামাজিক ও মূলধারার এক্টিভিষ্ট ইমাম কাজী কায়্যূমকে যোগদানের জন্য বিশেষ আমন্ত্রন জানানো হয়। আপডাউন নিউইয়র্কের পোর্ট টাইরন পার্কের দ্য লীফ রেষ্টুরেন্ট হলে অনুষ্ঠিত এই মিলন মেলায় সিনেটর জোসে পেরালল্টার অফিস চীফ মিস্ ডিয়েনার কাছে আইডিসিতে যোগদানের সুফল সম্বন্ধে জানতে চাইলে তিনি ইমাম কাজী কায়্যূমকে জানান, “অ-ইয়া” অর্থাৎ অবশ্যই। প্রথম সুফল হচ্ছে সিনেটর জোসে পেরালল্টা বিগত ৭ বছরে তার ডিস্ট্রিক্ট এর জন্য মাত্র একটি লিজিসলেশন পাশ করান। কিন্তু নির্বাচনোত্তর আইডিসিতে যোগদানের ফলে মাত্র পাঁচ মাসে ৪টি লিজিসলেশন পাশ করাতে তিনি সক্ষম হন। তিনি বলেন, শুধু সিনেটর জোসে পেরালল্টা নন, বাকী ৭ সিনেট সদস্যরাও তাদের ডিস্ট্রিক্ট ও বাসিন্দাদের জন্য এমন এমন কাজ করে যেতে সক্ষম হচ্ছেন যা সিম্পল ডেমোক্রেট সদস্য হয়ে করা অসম্ভব ছিল। অনুষ্ঠানে সিনেটর জোসে পেরালল্টা আইডিসি’র চেয়ারম্যান জেফ ক্লেইন এর সাথে ইমাম কাজী কায়্যূমকে পরিচয় করিয়ে দেন। প্রেস বিজ্ঞপ্তি

0Shares

COMMENTS