Sunday - April 28, 2024 7:41 PM

Recent News

ওয়াশিংটন টাইমসে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির প্রশংসা

এনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ধর্মীয় সমপ্রীতির এক অনন্য নজির স্থাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের সমঅধিকার প্রতিষ্ঠিত হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টেও এ সত্যের প্রতিফলন ঘটেছে। ওয়াশিংটন টাইমসে ২৬ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে এ মন্তব্য করেছেন ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বপন সাহা।

টাইমস উল্লেখ করেছে, বাহাত্তর সাল তথা বাংলাদেশ স্বাধীনতা লাভের পর এই প্রথম একজন ধর্মীয় সংখ্যালঘু তথা হিন্দু ধর্মাবলম্বীকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগ দেয়া হয়েছে। টাইমস আরো উল্লেখ করেছে, স্বপন সাহা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন এবং গত জুন মাস পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত ছিলেন। ওয়াশিংটন টাইমসকে স্বপন সাহা আরো বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়িত করতে তার কন্যা শেখ হাসিনা টুয়েন্টি টুয়েন্টিওয়ান ভিশন নিয়ে কাজ শুরু করেছেন। বাংলাদেশের ১৬০ মিলিয়ন তথা ১৬ কোটি জনসংখ্যার মাত্র ১০% হচ্ছে হিন্দু। এই হিন্দু সমপ্রদায়ের লোকজনকেও বাংলাদেশের সকল পর্যায়ে সমঅধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার-এ তথ্যও স্বপন সাহা জানিয়েছেন।

0Shares

COMMENTS