Tuesday - May 7, 2024 5:36 AM

Recent News

৩১তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন : জমজমাট আয়োজন, গুনীজন সর্ম্বধনা

৩১তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন : জমজমাট আয়োজন, গুনীজন সর্ম্বধনা

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, মায়ামী, ফ্লোরিডা: দিনভর সেমিনার সিম্পোজিয়াম এক্সিকিউটিভ কমিটির বার্ষিক সভা, আমেরিকান ব্যবসায়ীদেও সম্মানে মধ্যাহ্নভোজ, চলচ্চিত্র প্রদর্শনী, মুলমঞ্চে ফোবানা স্বাগতিক কমিটি ও এক্সিকিউটিভ কমটিরি সদস্যদের পরিচয় ইত্যাদি নানা আয়োজন আর গুনীজন সর্ম্বধনার মধ্য দিয়ে শেষ হল ৩১তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিন। ফ্লোরিডার আলো ঝলমল মায়ামী শহরের হায়াত রিজেন্সী হোটেলে সকাল ১১টায় শুরু হয় ফোবানা এক্সিকিউটিভ কমিটির বার্ষিক সভা। পাশাপাশি শুরু হয় মেডিকেল, আইটি, শিল্প সাহিত্য ইত্যাদি বিভিন্ন বিষয়ে নানা সেমিনার। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় আমেরিকান ব্যবসায়ীদের সম্মানে অনুষ্ঠিত হয় ফোবানা বিজনেস পাওয়ার লাঞ্চ। ”বিলিভ ইন বাংলাদেশ ইনভেষ্ট ইন বাংলাদেকষ্ট স্লোগান নিয়ে অনুষ্ঠিত এই মধ্যাহ্নভোজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীন, কিনোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এছাড়াও উপস্থিত ও বক্তব্য রাখেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান কালিপ্রদীপ দাস, কনর একিউজিশনের সিইও মাইক পাটেল, এনএইচসিজি গ্রুপের সিনিয়র এসোসিয়েট উইলিয়াম হ্যামিলটন, জিআরপি ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার রিক পাটেল, আলফা কন্সটাকসনের সিইও মাইক সারোনা, উৎসব গ্রুপের সিইও রায়হান জামান সহ ফোবানা স্বাগতিক কমিটি ও সেন্ট্রাল কমিটির নেতৃবৃন্দ সহ আরো অনেকে। দুপুর ১ ঘটিকার সময় অনুষ্ঠানের মুলমঞ্চে শুরু মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র পরিবেশনা। বেলা সাড়ে চার ঘটিকায় মুলমঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১তম ফোবানার সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফার পরিচালনা ও আবির আলমগীর, নাজমুন নাহার ইউনা, নাজমুন মাহফুজ, মাইশা আহমেদ, শাহরিন ইসলামের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান নাটক ইত্যাদি পরিবেশনায় অংশগ্রহণ করে করে দেব, মালিহা, সোহিনী, রাইসা, মুনিবা, মানহা, তাহিয়াত, তাজরিয়ান, সারিনা, সুরাইয়া, পায়লী, সামারা, শ্রেয়া, অন্তী, বৃন্তি, অনিমেশ, মাইশা, নুবা, সাজ্জাদ, অর্নব সুমা, অমৃতা, শারিয়া, লাবিনা, নওরিন, নাভিন, সোহাগ উদ্দীন, রোজিনা খান, রায়ান তাজ, নিউজার্সীর শতদল, বাংলাদেশ আমেরিকান ওমেন এসোসিয়েশন অব টেক্সাস, বাংলাদেশ এসোসিয়েশন অব নিউজার্সী, মিড কন্টিন্যান্ট বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যানসাস, বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ক্যানসাস সিটি, বাংলাদেশ লীগ অব আমেরিকা, উচ্ছাস, এএসসি মেহেরবান গ্রুপ, ডায়না ড্যান্স গ্রুপ, চন্দ্রা ও তার দল। অনুষ্ঠানের মুলমঞ্চে বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ইনক এর পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ। বাংলাদেশে নারী ধর্ষন এবং নারীর অধিকার আদায়ের সংগ্রাম শীর্ষক বারো মিনিটের এক থিমেটিক গীত নৃতনাট্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায় সংগঠনের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শম্পা বনিক। এ পর্বে আরো অংশগ্রহন করে এন্থনী পিয়ুস গোমেজ, রোখসানা পারভীন, পারভিন চৌধুরী, ফাহমিদা হোসাইন সহ আরো অনেকে। এছাড়া ফ্যাশন শো পরিবেশন করে রুনি ডেজায়ার এবং মুকাভিনয় প্রদর্শন করেন কাজী মাশহুরুল হুদা। অনুষ্ঠানে আমন্ত্রীত শিল্পীদের মধ্যে মুলমঞ্চের পরিবেশনায় অংশগ্রহন করেন অনিমা ডি কষ্টা, ফকির আলমগীর, ব্যান্ড তারকা তাহসান ও কুমার বিশ^জিৎ।
এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় দিন মুলমঞ্চে ফোবানা এক্সিকিউটিভ কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রদান করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড ও গুনীজন সম্মাননা। বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত, চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, মুলধারার সাংবাদিক তাসনিম মাহফুজ, মাহফজুর রহমান সহ আরো অনেক গুনীব্যক্তিবর্গকে সম্মাননা জানায় ৩১তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটি। এছাড়া ফ্লোরিডার নুতন প্রজন্মের চার শিক্ষার্থীর মধ্যে স্কলারশীপ প্রদান করা হয়। মধ্য ভোর ২ ঘটিকার সময় ৩১তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ৩১তম ফোবানা সম্মেলনে প্রায় চল্লিশটিরও বেশি ষ্টল বসে। ষ্টলগুলোতে ছিল উপচে পড়া ভীড়। শাড়ী চুড়ি গয়না সহ নানা ফুডের সমারোহ সাজিয়ে বসে ষ্টলের মালিকেরা। দিনভর আডডা চলে দোকানে দোকানে হোটেল লবীতে। এদিকে ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠনের জন্য নিউইয়র্কের ড্রামা সার্কেলের নেতৃবৃন্দকে সম্মেলনের স্থলে বুকলেট বিলি করতে দেখা যায়। ড্রামা সার্কেলের নার্গিস আহমেদ, আবীর আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ ৩৩তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হবার ব্যাপারে প্রত্যাশা পোষন করেন। তবে এ বিষয়ে ফোবানা সম্মেলনের তৃতীয় দিন সিদ্ধান্ত গ্রহন করা হবে।

0Shares