Sunday - May 5, 2024 3:47 PM

Recent News

নিউইয়র্কের জেএফকে এবং লাগোয়ার্ডিয়ার নিরাপত্তায় রোবট!

নিউইয়র্কের জেএফকে এবং লাগোয়ার্ডিয়ার নিরাপত্তায় রোবট!

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের জনএফকেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমান বন্দর এবং লাগোয়ার্ডিয়া বিমানবন্দরে সিকিউরিটির দায়িত্বে হাঁটাহাঁটি করছে রোবট। বিমান বন্দরের নিরাপত্তার জন্য এদের আনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোবটটি জেএপকে’র টার্মিনাল বি-তে হাঁটাহাটি করছে। রোবেটের মধ্যে চারটি ক্যামেরা, মাইক্রোফোন এবং সেন্সর রয়েছে। রোবটকে দেখে শিশুরা বেশ আনন্দিত হচ্ছে আবার অনেকেই এড়িয়ে যাচ্ছেন। একজন প্রত্যক্ষদর্শী সিবিএস নিউজকে জানান, এটা একটি স্টুপিড আইডিয়া এবং অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয়।
এদিকে অভ্যন্তরীণ এয়ারপোর্ট লাগোর্ডিয়াতেও রোবট বসানো হয়েছে। এই রোবটিকেও বসানো হয়েছে টার্মিনাল বি-তে। এই রোবটের জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষকে ভাড়া হিসাবে প্রতিমাসে এক হাজার ডলার ব্যয় করতে হচ্ছে। স্থায়ীভাবে লাগানো হলে মাসে ৬৫০০ থেকে ৮৩০০ ডলার খরচ হতে পারে। এই রোবটের ক্যামেরার সাহায্যে সব কিছু রেকর্ড করা হচ্ছে। এর ফলে যারা অবৈধভাবে গাড়ি পার্কি করছেন তাদের সনাক্ত করা সহজ হবে।

0Shares

COMMENTS