Sunday - May 5, 2024 8:41 AM

Recent News

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে : ‘মানবিকতার ক্ষেত্রে শেখ হাসিনার ইমেজ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে’

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে : ‘মানবিকতার ক্ষেত্রে শেখ হাসিনার ইমেজ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে’

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : ‘মানবিকতার ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার যে ইমেজ সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে, তাকে অটুট রাখতে প্রতিটি মুজিবপ্রেমী তথা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের আন্তরিক অর্থে সজাগ থাকতে হবে। তাহলেই জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মা শান্তি পাবে’।
এ অভিমত পোষণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোল্লা মো. আবু কাউসার।
বুধবার রাতে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোল্লা কাউসার আরো বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে মহানুভবতার প্রমাণ দিয়েছে, সেই ধারাতেই এগিয়ে চলবে বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ। ’ ‘নম্র, ভদ্র আচরণের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিতে যে নির্দেশ জারি করেছেন শেখ হাসিনা, তাকে জীবনের প্রতিটি পদক্ষেপে অনুসরণ করতে হবে’।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেছেন, ‘কথায় নয়, কাজের মধ্য দিয়েই আজ জননেত্রী শেখ হাসিনা বিশ্বনেতায় পরিণত হয়েছেন। শান্তির প্রতিক হিসেবে গণ্য হয়েছেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যাকে মাদার অব হিউম্যানিটি খেতাব দেয়া হয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। ’
জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেন্টারের এ সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার। সাধারণ সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় এ সম্মেলনে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস। যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতা-কর্মীরাও ছিলেন এ সম্মেলনে।

0Shares

COMMENTS