Sunday - May 5, 2024 11:08 AM

Recent News

‘বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসিরউদ্দিন ইউসুফের সাথে নিউইয়র্ক অভিবাসী সাংস্কৃতিক সহযাত্রীদের সম্মিলন’

‘বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসিরউদ্দিন ইউসুফের সাথে নিউইয়র্ক অভিবাসী সাংস্কৃতিক সহযাত্রীদের সম্মিলন’

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক:‘বাংলা নাটকের সুবর্ণপুত্র নাসিরউদ্দিন ইউসুফের সাথে নিউইয়র্ক অভিবাসী সাংস্কৃতিক সহযাত্রীদের সম্মিলন’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে জ্যামাইকার স্টার কাবাব মিলনায়তনে সংস্কৃতিসেবীদের সাথে মিলিত হন বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি। এই সম্মিলনীতে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক শক্তির উত্থান ও তা প্রতিরোধে সংস্কৃতিসেবীদের ভূমিকা, হেফাজতিদের প্রভাব বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বর্তমানে নিউইয়র্ক সফরে রয়েছেন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধবিরোধী এবং এর নির্মাতা খান আতাউর রহমান রাজাকার ছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনিই খান আতার প্রাণ রক্ষা করেছিলেন। তিনি আরো বলেন, ‘আবার তোরা মানুষ হ’ একটি নেগেটিভ (নেতিবাচক) ছবি। মুক্তিযোদ্ধাদের বলছে, আবার তোরা মানুষ হ। এসময় মরহুম খান আতাকে উদ্দেশ্য করে বাচ্চু বলেন, ‘আরে তুই মানুষ হ… তাই না? তুই তো মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলি।’
তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি ও হেফাজতিদের বিরুদ্ধে সংস্কৃতিসেবীরাই আন্দোলন করে আসছে, প্রতিবাদে সোচ্চার রয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামীতে অনুষ্ঠিত সাম্প্রতিক ফোবানা সম্মেলনে একজন আমন্ত্রিত শিল্পীর উর্দূ গান পরিবেশনের বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি শুনেছি বাংলাদেশের একজন বড় শিল্পী অন্য ভাষার গান গেয়েছেন এবং খুব খারাপভাবে গেয়েছেন। এ কথা সত্যি যে গানের ভাষা একটিই, তা হলো গান। শিল্প মাধ্যমের নির্দিষ্ট কোন ভাষা নেই। সেখানে বাংলা, ইংরেজি, উর্দুতে কিচ্ছু আসে যায় না, এটা সত্যি। তবে পরিবেশ অনুযায়ী সঙ্গীত পরিবেশন করা উচিৎ।’ এ প্রসঙ্গে তিনি সরাসরি রুনা লায়লার নাম নিয়ে বলেন, ‘আমি নামটি বলেই ফেলছি, আমার এ ব্যাপারে কোন লজ্জা নেই। রুনা লায়লা একজন বড় শিল্পী সে কথা আমরা স্বীকার করি। সেই অনুষ্ঠানে গান গাওয়ার ব্যাপারে সবারই সতর্ক থাকা উচিৎ ছিল। অনুষ্ঠানের সংগঠকদেরও দায়িত্ব রয়েছে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লোকগানের শিল্পী রথীন্দ্রনাথ রায়। তিনিও খান আতা ও রুনা লায়লাকে নিয়ে করা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর মন্তব্যেকে সমর্থন করেন।

0Shares

COMMENTS