Sunday - May 5, 2024 8:56 AM

Recent News

মার্কিন অর্থ উপদেষ্টা ল্যারি কুডলো হৃদরোগে আক্রান্ত: টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন অর্থ উপদেষ্টা ল্যারি কুডলো হৃদরোগে আক্রান্ত: টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন অর্থ উপদেষ্টা ল্যারি কুডলো হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কুডলোর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবরটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটের মাধ্যমে জানানো হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে ঐতিহাসিক সম্মেলনে মিলিত হওয়ার আগ মূহুর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপদেষ্টার অসুস্থ হওয়ার খবরটি জানিয়ে দেন। দুদিন আগেই কুডলো কানাডায় জি-৭ এর সম্মেলনে ট্রাম্পের সঙ্গী হয়েছিলেন।

ট্রাম্পের টুইটের পর এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র সারা স্যান্ডার্স জানান, ৭০ বছর বয়সী কুডলো এখন ভাল আছেন। তিনি এখন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এবং খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন। ল্যারি কুডলো এখন সুস্থ্য আছেন বলে তার স্ত্রী জুদিথ ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন।

উল্লেখ্য, মার্কিন প্রশাসনে এ বছরের শুরুতেই দায়িত্ব প্রাপ্ত হয়ে কুডলো অর্থবিভাগকে শক্তিশালী করতে ব্যবসার ওপর বিশেষ গুরুত্ব দেন। যদিও গণহারে করারোপের বিষয়ে তিনি ট্রাম্পের বিরোধীতাও করেছিলেন। বিবিসি

0Shares

COMMENTS