Sunday - May 5, 2024 4:36 AM

Recent News

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে উদযাপিত

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডে’র অর্থ কৃতজ্ঞতাজ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। যুক্তরাষ্ট্রে প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার সরকারিভাবে থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। এ দিনে ঘরে ঘরে চলে ঐতিহ্যবাহী টার্কি লাঞ্চ আর ডিনার। দিনটি যুক্তরাষ্ট্রে সরকারি ছুটির দিন। 
থ্যাংকস গিভিং ডে’র পরের দিন অর্থাৎ শুক্রবার ‘ব্লাক ফ্রাইডে’। বছর ধরেই মানুষজন কম দামে ভালো একটা কিছু কেনার জন্য দিন অপেক্ষায় থাকে। শতকরা ৫০ থেকে ৭০ শতাংশ মুল্যহ্রাস করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির। তবে এই দিনে অনেকের চাহিদা ইলেক্ট্রোনিক্স দ্রব্য। এর মধ্যে টিভি, ফ্রিজ, ল্যাপটপ, কম্পিউটার, আইফোন, আইপ্যাড ইত্যাদি দ্রব্যের প্রতি মানুষের বেশি চাহিদা।

0Shares

COMMENTS